অংশিদারি ব্যবসা


Questions And Answers


প্রশ্ন 1. রানা, মনা ও কবির যথাক্রমে ১০,০০০; ১৫,০০০ এবং ২০,০০০ টাকা নিয়ে একটা লিখিত চুক্তি করে অংশীদারি ব্যবসায় শুরু করে। চুক্তিতে লাভ-লোকসান বণ্টন হারের উল্লেখ ছিল না। বছর শেষে তাদের ৪৮,০০০ টাকা মুনাফা হয়। রানা এক্ষেত্রে মুনাফা হিসেবে কত টাকা পাবে?
উত্তরঃ ১৬,০০০
প্রশ্ন 2. বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের?
উত্তরঃ ১৯৩২
প্রশ্ন 3. অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি কোনটি?
উত্তরঃ চুক্তি
প্রশ্ন 4. কোন কারণে অংশীদারি ব্যবসায় বিলোপসাধন ঘটতে পারে?
উত্তরঃ অংশীদারের মৃত্যু
প্রশ্ন 5. একটি অংশীদারি চুক্তি হতে পারে–
উত্তরঃ i. মৌখিক ii. লিখিত iii. নিবন্ধিত
প্রশ্ন 6. অংশীদারি ব্যবসায় একমালিকানা ব্যবসায় হতে উত্তম। কারণ—
উত্তরঃ i. অধিক মূলধন সংগ্রহ করা যেতে পারে ii. যৌথ সিদ্ধান্ত তৈরি করা যেতে পারে
প্রশ্ন 7. অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের সর্বনিম্ন সংখ্যা কত?
উত্তরঃ
প্রশ্ন 8. নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলে?
উত্তরঃ সীমাবদ্ধ
প্রশ্ন 9. অংশীদারি ব্যবসায় আইনগত সুবিধা থেকে বঞ্চিত হবে অংশীদারি আইনের কত ধারা অনুযায়ী?
উত্তরঃ ৬৯
প্রশ্ন 10. অংশীদারি চুক্তিপত্রের শর্ত পরিবর্তন করতে হলে কার সম্মতি লাগবে?
উত্তরঃ অংশীদার
প্রশ্ন 11. মূলধন সরবরাহ না করেও ব্যবসায়ের কাজে অংশগ্রহণ করে কোন অংশীদার?
উত্তরঃ কর্মী
প্রশ্ন 12. ৩ জনের মধ্যে ২ জন অংশীদার দেউলিয়া ঘোষিত হলে অবসায়ন হবে–
উত্তরঃ বাধ্যতামূলক
প্রশ্ন 13. কোন অংশীদার পরিচালনায় অংশগ্রহণ করে?
উত্তরঃ সাধারণ
প্রশ্ন 14. আদালত কর্তৃক অংশীদারি ব্যবসায় বিলোপসাধন হতে পারে—
উত্তরঃ অংশীদারগণ অবিরাম চুক্তি ভঙ্গ করলে
প্রশ্ন 15. অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় উপাদান–
উত্তরঃ i. চুক্তি ii. ঐকাধিক সদস্য
প্রশ্ন 16. অংশীদারি ভিত্তিতে গঠিত ব্যাংকিং ব্যবসায় সর্বোচ্চ কতজন সদস্য থাকে?
উত্তরঃ ১০
প্রশ্ন 17. অংশীদারি ব্যবসায়ের বাধ্যতামূলক বিলোপসাধন হয় যখন—
উত্তরঃ i. কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি হলে ii. একজন ভিন্ন সকল অংশীদার দেউলিয়া হলে iii. আইন অনুযায়ী ব্যবসায়টি পরিচালনা অবৈধ হলে
প্রশ্ন 18. অংশীদারি চুক্তিপত্রে লাভ-লোকসান বণ্টনের কোন বিষয় উল্লেখ না থাকলে সদস্যদের মধ্যে তা
উত্তরঃ সমানভাবে
প্রশ্ন 19. অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য বহির্ভূত হলো–
উত্তরঃ i. স্থায়িত্বের নিশ্চয়তা ii. আইনগত সত্তার উপস্থিতি
প্রশ্ন 20. কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তানরা ব্যবসায়টি পরিচালনা ও মুনাফা বণ্টন করলেও তাকে অংশীদারি ব্যবসায় বলা যাবে না। কারণ–
উত্তরঃ চুক্তিবদ্ধ সম্পর্কের অনুপস্থিতি
প্রশ্ন 21. একমালিকানা ব্যবসায়ের প্রধানত কোন অসুবিধার কারণে অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি ঘটে?
উত্তরঃ ব্যক্তিসামর্থ্যের সীমাবদ্ধতা
প্রশ্ন 22. শুধু লিখিত বিজ্ঞপ্তি দ্বারা কোন ধরনের অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন ঘটে
উত্তরঃ ঐচ্ছিক
প্রশ্ন 23. সীমিত অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো–
উত্তরঃ i. অসীম দায়সম্পন্ন অংশীদার থাকে ii. সীমিত দায়সম্পন্ন অংশীদার থাকে
প্রশ্ন 24. আইনের চোখে নিজের কোন ব্যবসায়ের পৃথক কোনো সত্তা নেই?
উত্তরঃ অংশীদারি ব্যবসায়ের
প্রশ্ন 25. যিনি অংশীদারি ব্যবসায়ে নিজের নাম ব্যবহারের অনুমতি দেন তাকে কী বলা হয়?
উত্তরঃ নামমাত্র অংশীদার
প্রশ্ন 26. একটি অংশীদারি ব্যবসায়ের সুষ্ঠু পরিচালনার জন্য নিচের কোন ব্যবস্থাটি অধিকতর ভূমিকা
উত্তরঃ চুক্তিবদ্ধ সম্পর্ক
প্রশ্ন 27. সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে–
উত্তরঃ কমপক্ষে একজনের দায় সসীম থাকে