প্রশ্ন 1. রানা, মনা ও কবির যথাক্রমে ১০,০০০; ১৫,০০০ এবং ২০,০০০ টাকা নিয়ে একটা লিখিত চুক্তি করে অংশীদারি ব্যবসায় শুরু করে। চুক্তিতে লাভ-লোকসান বণ্টন হারের উল্লেখ ছিল না। বছর শেষে তাদের ৪৮,০০০ টাকা মুনাফা হয়। রানা এক্ষেত্রে মুনাফা হিসেবে কত টাকা পাবে?
উত্তরঃ ১৬,০০০