প্রশ্ন 1.রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৮৬১ সালে
প্রশ্ন 2.রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতারিখ কোনটি?
উত্তরঃ ২৫ বৈশাখ
প্রশ্ন 3.রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতেই বাংলা ছোটগল্পের- i. উদ্ভব ii. বিকাশ iii. সমৃদ্ধি নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 4.বিশ শতকে রচিত রবীন্দ্র ছোটগল্পে প্রাধান্য লাভ করেছে কী?
উত্তরঃ বাস্তবতা
প্রশ্ন 5.তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু বিশ্বপরিব্রাজক, দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা-সংগঠক ও চিন্তক।”— কোন কবি বা লেখকের পরিচয়দানকালে এ কথা বলা হয়েছে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন 6.রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তরঃ ১৯১৩ সালে
প্রশ্ন 7.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাট্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ ডাকঘর
প্রশ্ন 8.রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ বনফুল
প্রশ্ন 9.রবীন্দ্রনাথের প্রথম কাব্য যখন প্রকাশিত হয় তখন তার বয়স কত ছিল?
উত্তরঃ ১৫ বছর
প্রশ্ন 10.রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৯৪১
প্রশ্ন 11.পরিবারে অনুপমের আসল অভিভাবক কে?
উত্তরঃ মামা
প্রশ্ন 12.থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। - অনুপমের এ উদ্ভিতে প্রকাশ পেয়েছে তার— i. অপারগতাii. পরনির্ভরতাiii. ব্যক্তিত্বহীনতা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 13.'এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে।'- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তরঃ জীবনটা তুচ্ছ
প্রশ্ন 14.অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি?
উত্তরঃ মৃত্যু
প্রশ্ন 15.তবু ইহার বিশেষ মূল্য আছে- এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে—
উত্তরঃ অনুপমের জীবনের
প্রশ্ন 16.‘অপরিচিতা' গল্পে অনুপম তার বিয়ে ভেঙে যাওয়ার কত বছর পর গল্প লিখেছেন?
উত্তরঃ ৪ বছর
প্রশ্ন 17.কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন?
উত্তরঃ পণ্ডিতমশাই
প্রশ্ন 18.উদ্দীপকের সফর আলী চরিত্রের সাথে নিচের কোন চরিত্রের মিল পাওয়া যায়?
উত্তরঃ অনুপম
প্রশ্ন 19.নিচের যে বৈশিষ্ট্যের কারণে এই মিল পরিলক্ষিত হয়? i শারীরিক সৌন্দর্য ii. মেধাহীনতা iii. ব্যক্তিত্বে নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 20.অনুপমের পিতার অর্জিত সম্পত্তি ভোগ করার সময় না পাওয়ার কারণ কী?
উত্তরঃ অকালমৃত্যু
প্রশ্ন 21.অনুপমের উপর তার মামার ছিল—
উত্তরঃ একচ্ছত্র আধিপত্য
প্রশ্ন 22.ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদীটির নাম কী?
উত্তরঃ ফল্গু
প্রশ্ন 23.অপরিচিতা' গল্পে উল্লিখিত ‘ফল্গু নদীর বৈশিষ্ট্য কী?
উত্তরঃ অন্তঃসলিলা
প্রশ্ন 24.'অপরিচিতা' গল্পে অনুপমের অবকাশের সাথে তুলনা করা হয়েছিল—
উত্তরঃ মরুভূমির
প্রশ্ন 25.অপরিচিতা' গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে?
উত্তরঃ হরিশ
প্রশ্ন 26.হরিশ সম্পর্কে কোন তথ্যটি সত্য? i. অনুপমের বন্ধু ii. আসর জমাতে অদ্বিতীয় iii. গোবিন্দপুরে চাকরি করে নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 27.কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। "- 'অপরিচিতা' গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো—
উত্তরঃ কূপমণ্ডুকতা
প্রশ্ন 28.'অপরিচিতা' গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায়—
উত্তরঃ বিনু
প্রশ্ন 29.অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?
উত্তরঃ বিনু
প্রশ্ন 30.অত্যন্ত আঁট ভাষার বক্তা কে?
উত্তরঃ বিনুদাদা
প্রশ্ন 31.আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নাই- অর্থাৎ-
উত্তরঃ বিয়ের সঙ্গে প্রেমের বিরোধ নাই
প্রশ্ন 32.চুল কাঁচা, গোঁফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে'- কে এই সুপুরুষ?
উত্তরঃ শম্ভুনাথ সেন
প্রশ্ন 33.বেহাই সম্প্রদায়ের আর যাই হোক কী থাকা দোষের?
উত্তরঃ ভেজ
প্রশ্ন 34.'অপরিচিতা' গল্পে মামা বিবাহ বাড়িতে যে কারণে খুশি হননি—
উত্তরঃ শম্ভুনাথ বাবুর মুখে কথাই ছিল না।
প্রশ্ন 35.অনুপমের শ্বশুরবাড়িতে কে বরযাত্রীদের সাথে অজস্র বিনয় দেখাচ্ছিল?
উত্তরঃ শাম্ভুনাথের উকিল বন্ধু
প্রশ্ন 36.রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৮৬১
প্রশ্ন 37.রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতারিখ কোনটি?
উত্তরঃ ২৫ বৈশাখ
প্রশ্ন 38.রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতেই বাংলা ছোটগল্পের- i. উদ্ভব ii. বিকাশ iii. সমৃদ্ধি নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 39.বিশ শতকে রচিত রবীন্দ্র ছোটগল্পে প্রাধান্য লাভ করেছে কী?
উত্তরঃ বাস্তবতা
প্রশ্ন 40.তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু বিশ্বপরিব্রাজক, দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা-সংগঠক ও চিন্তক।”— কোন কবি বা লেখকের পরিচয়দানকালে এ কথা বলা হয়েছে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন 41.রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তরঃ ১৯১৩
প্রশ্ন 42.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাট্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ ডাকঘর
প্রশ্ন 43.রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ বনফুল
প্রশ্ন 44.রবীন্দ্রনাথের প্রথম কাব্য যখন প্রকাশিত হয় তখন তার বয়স কত ছিল?
উত্তরঃ ১৫ বছর
প্রশ্ন 45.রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৯৪১
প্রশ্ন 46.পরিবারে অনুপমের আসল অভিভাবক কে?
উত্তরঃ মামা
প্রশ্ন 47.থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। - অনুপমের এ উদ্ভিতে প্রকাশ পেয়েছে তার— i. অপারগতাii. পরনির্ভরতাiii. ব্যক্তিত্বহীনতা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 48.'এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে।'- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তরঃ জীবনটা তুচ্ছ
প্রশ্ন 49.অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি?
উত্তরঃ মৃত্যু
প্রশ্ন 50.'অপরিচিতা' গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায়—
উত্তরঃ বিনু
প্রশ্ন 51.অত্যন্ত আঁট ভাষার বক্তা কে?
উত্তরঃ বিনুদাদা
প্রশ্ন 52.আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নাই- অর্থাৎ-
উত্তরঃ বিয়ের সঙ্গে প্রেমের বিরোধ নাই
প্রশ্ন 53.চুল কাঁচা, গোঁফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে'- কে এই সুপুরুষ?
উত্তরঃ শম্ভুনাথ সেন
প্রশ্ন 54.'অপরিচিতা' গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল?
উত্তরঃ একজোড়া এয়াররিং
প্রশ্ন 55.ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই'- এই উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
প্রশ্ন 57.“ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।”- শম্ভুনাথ বাবুর উক্তিতে প্রকাশ পেয়েছে- i. আত্মসম্মানবোধ ও অহংকার ii. দৃঢ়চেতা মানসিকতা ও দুঃসাহস iii. বুদ্ধিমত্তা ও আত্মসম্মানবোধ নিচের কোনটি সঠিক?
উত্তরঃ ii ও iii
প্রশ্ন 58."আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।”- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর
উত্তরঃ আত্মমর্যাদাবোধ
প্রশ্ন 59.কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কী?
উত্তরঃ আত্মসম্মানবোধ
প্রশ্ন 60.কোন ঘটনাকে 'অপরিচিতা' গল্পের শীর্ষমুহূর্ত বলা যায়?
উত্তরঃ শম্ভুনাথ কর্তৃক কন্যা-সম্প্রদানে অসম্মতি
প্রশ্ন 61.অপরিচিতা' গল্পে ‘মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কী' উক্তিতে প্রকাশ পেয়েছে-
উত্তরঃ শম্ভুনাথ বাবুর সাহসিকতা
প্রশ্ন 62.'অপরিচিতা' গল্পে 'কল্যাণী' বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে?