পদার্থ


Questions And Answers


প্রশ্ন 1. কে জ্যামিতি আলোকবিজ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ গবেষণা ফলাফল প্রদান করেন?
উত্তরঃ ইউক্লিড
প্রশ্ন 2. এককের আন্তর্জাতিক পদ্ধতি কবে থেকে চালু হয়?
উত্তরঃ ১৯৬০ সাল
প্রশ্ন 3. মিলিটারি কম্পাস আবিষ্কার করেন কে?
উত্তরঃ গ্যালিলিও
প্রশ্ন 4. বিদ্যুতের ক্ষেত্রে ধনচার্জ বা ঋণচার্জ কে নামকরণ করেন?
উত্তরঃ ব্রেঞ্জামিন ফ্রাঙ্কলিন
প্রশ্ন 5. যে যন্ত্রের সাহায্যে পরমাণুর নিউক্লিয়াসের শক্তি উৎপাদন করা হয় তাকে কী বলে?
উত্তরঃ রিয়াক্টর
প্রশ্ন 6. কোন বিজ্ঞানী গণিত ও ফলিত পদার্থবিদ্যার বিশেষ অবদান রাখেন?
উত্তরঃ আর্কিমিডিস
প্রশ্ন 7. স্কেলার গুণফলের মান ভেক্টর রাশিদ্বয়ের অন্তর্গত কোণের কোন ত্রিকোণমিতিক অনুপাতের সমানুপাতিক?
উত্তরঃ কোসাইন
প্রশ্ন 8. একটি ভেক্টরকে সর্বোচ্চ কয়টি উপাংশে ভাগ করা যায়?
উত্তরঃ অসংখ্য
প্রশ্ন 9. একটি দোলকের সুতার দৈর্ঘ্য 0.98 মিটার এবং দোলনকার 2 সে. হলে দোলক পিন্ডের ব্যাসার্ধ কত?
উত্তরঃ 1.39 সে.মি.
প্রশ্ন 10. কোন যন্ত্রের সাহায্যে অভিকর্ষজ ত্বরণ পরিমাপ করা হয়?
উত্তরঃ গ্রাভিমিটার
প্রশ্ন 11. আন্তঃআনবিক আকর্ষণ বলকে কী বলে?
উত্তরঃ স্থিতিস্থাপক বল
প্রশ্ন 12. সংকোচনশীল প্রবাহী বিশেষ ধর্ম?
উত্তরঃ বায়বীয় পদার্থ
প্রশ্ন 13. 2m দীর্ঘ ও 1 mm ব্যাসের একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0.05 cm হলে তারটির ব্যাস কতটুকু হ্রাস পাবে? [σ = 0.25]
উত্তরঃ 6.25 x 10-8m
প্রশ্ন 14. আসঞ্জন বল কী?
উত্তরঃ বিভিন্ন পদার্থের অণুর ভেতর পারস্পরিক আকর্ষণ বল
প্রশ্ন 15. MW সমান কত ওয়াট
উত্তরঃ 106W
প্রশ্ন 16. a হতে b অবস্থানে যেতে স্প্রিং দ্বারা কৃতকাজ কত?
উত্তরঃ -24.75 J
প্রশ্ন 17. একটি বস্তুর ভরবেগ 100% বৃদ্ধি পাইলে গতিশক্তি বৃদ্ধি পাবে –
উত্তরঃ 300%
প্রশ্ন 18. শক্তির একক কোনটি?
উত্তরঃ জুল
প্রশ্ন 19. কোন বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎশক্তি দ্বারা প্রতি সেকেন্ডে 5 × 107 জুল কাজ করা যায়। বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত?
উত্তরঃ 50 মেগাওয়াট
প্রশ্ন 20. কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কী বলে?
উত্তরঃ গতিশক্তি
প্রশ্ন 21. 3 kg ভরের একটি স্থির বস্তুর ওপর 60 N বল 6 সেকেন্ড পর্যন্ত ক্রিয়া করার পর তুলে নেয়া হলে 12 সেকেন্ড পর বস্তুটি গতিশক্তি কত হবে?
উত্তরঃ 86400 J
প্রশ্ন 22. প্রযুক্ত বল এবং সরণের দিক পরস্পর বিপরীত হলে কৃত কাজ কেমন হবে?
উত্তরঃ ঋণাত্মক
প্রশ্ন 23. কোন ধরনের সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত হয় না?
উত্তরঃ অস্থিতিস্থাপক সংঘর্ষে
প্রশ্ন 24. রকেটের চলার ক্ষেত্রে কোন সূত্র কার্যকর?
উত্তরঃ নিউটনের গতির ৩য় সূত্র
প্রশ্ন 25. সময়ের সাপেক্ষে কৌণিক স্থানাঙ্কের বৃদ্ধি হারকে কী বলে
উত্তরঃ কৌণিক বেগ
প্রশ্ন 26. একটি বল 4 kg ভরের স্থির বস্তুর উপর ক্রিয়া করায় বস্তু 6 সেকেন্ডে 30 ms-1 বেগ প্রাপ্ত হয়। বলের মান কত?
উত্তরঃ 20 N
প্রশ্ন 27. বস্তুর গতি জড়তা কোনটি সমানুপাতিক?
উত্তরঃ ভরবেগ
প্রশ্ন 28. 20 বার ঘুরবার পর একটি বৈদ্যুতিক পাখার কৌণিক বেগ 30 rad/sec হতে হ্রাস পেয়ে 10 rad/sec হয়। কৌণিক মন্দন হবে –
উত্তরঃ 3.18 rad/sec2
প্রশ্ন 29. কোনো সাইকেল আরোহী 100 m ব্যাসার্ধের বৃত্তাকার পথে 20 m/s বেগে ঘুরতে গেলে উল্লম্ব তলের সাথে কত কোণে আনত থাকতে হবে?
উত্তরঃ 22.180
প্রশ্ন 30. ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামককে কী বলে?
উত্তরঃ ঘূর্ণন জড়তা
প্রশ্ন 31. ভূ-পৃষ্ঠে একটি দোলক ঘড়ি 1 sec-এ একবার টিক শব্দ করে। দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত m?
উত্তরঃ 0.993
প্রশ্ন 32. নির্দিষ্ট সময় পর পর যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে বলে-
উত্তরঃ পর্যাবৃত্ত গতি
প্রশ্ন 33. পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের গতিশক্তি-
উত্তরঃ শূন্য
প্রশ্ন 34. 27°C তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলো। গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত?
উত্তরঃ 600 K
প্রশ্ন 35. একটি দ্বি-পরমাণুক গ্যাসের স্বাধীনতার মাত্রা হলো-
উত্তরঃ 5
প্রশ্ন 36. ভূ-পৃষ্ঠ হতে কত km উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূ-পৃষ্ঠের মানের 25% হবে? [R = 6400 km]
উত্তরঃ 6400
প্রশ্ন 37. একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করে, যখন-
উত্তরঃ লিফটি 'g'- ত্বরণে নীচে নামে
প্রশ্ন 38. একটি সিলিন্ডারের উপরের প্রান্ত দৃঢ়ভাবে আটকিয়ে নিচের প্রান্তে একটি দ্বন্দ্ব প্রয়োগ করে সিলিন্ডারটিকে এর অক্ষের চারদিকে মোচড়ালে বস্তুতে সৃষ্টি হয় কোনটি?
উত্তরঃ কৃন্তন পীড়ন
প্রশ্ন 39. একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ হতে 10600 km উপরে অবস্থান করে ঘুরছে এক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ 6400 km ও ভূ-পৃষ্ঠে ৪ এর মান 9.8m/s² হলে এর বেগ কত?
উত্তরঃ 4.85 km/s
প্রশ্ন 40. কোনো স্প্রিং এর এক প্রান্তে m ভরের একটি বস্তু ফুলালে 9.8 cm প্রসারিত হয়, এক্ষেত্রে বস্তুটিকে একটু টেনে ছেড়ে দিলে এর পর্যায়কাল কত হবে? g=9.8 m/s²
উত্তরঃ 0.628 sec
প্রশ্ন 41. সরল ছন্দিত গতিতে দোলনরত একটি কণার সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণের মান যথাক্রমে 5 m s − 1 ms −1 ও 10 m s − 2 ms −2 . উদ্দীপকের কণাটির পর্যায়কাল কত?
উত্তরঃ 3.14 sec
প্রশ্ন 42. PV= ধ্রুবক সমীকরণটি মেনে চলে কোন সূত্র?
উত্তরঃ বয়েলের সূত্র
প্রশ্ন 43. কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বাধিক হয়?
উত্তরঃ কঠিন
প্রশ্ন 44. কোনো তারকে কেটে সমান তিন টুকরা করা হলো, এতে তারের অসহভারের মান কত হবে?
উত্তরঃ পূর্বের সমান
প্রশ্ন 45. আলোক বর্ষ কিসের একক?
উত্তরঃ দূরত্বের
প্রশ্ন 46. ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কী?
উত্তরঃ সিসমোগ্রাফ
প্রশ্ন 47. বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশিসমূহ হল-
উত্তরঃ ভর, দৈর্ঘ্য এবং সময়
প্রশ্ন 48. এক পারসেক কত আলােক বর্ষের সমান?
উত্তরঃ 3.26
প্রশ্ন 49. এক ব্যক্তি সূর্যদয়ের দিকে ৪ মিটার যাওয়ার পর দক্ষিণ দিকে ৩মিটার যায়।তার অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য কত?
উত্তরঃ
প্রশ্ন 50. স্রোতের বেগ u এবং নৌকার বেগ v, নৌকাটি স্রোতের বিপরীত দিকে চালালে স্রোতের সাপেক্ষে নৌকাটির আপেক্ষিক বেগ হবে-
উত্তরঃ u + v
প্রশ্ন 51. 1 মাইল ও 1 কিলোমিটার দূরত্বের পার্থক্য মিটারে কত?
উত্তরঃ 609m