প্রেষণা (সপ্তম অধ্যায়)


Questions And Answers


প্রশ্ন 1. ইংরেজি Motivation শব্দটি কোন Latin শব্দ থেকে এসেছে?
উত্তরঃ Movere
প্রশ্ন 2. প্রেষণা বলতে কী বোঝায়?
উত্তরঃ কর্মীর উৎসাহ বৃদ্ধি
প্রশ্ন 3. চাহিদা সোপান তত্ত্বের উদ্ভাবক কে?
উত্তরঃ কর্মীর উৎসাহ বৃদ্ধি
প্রশ্ন 4. মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ স্তরের চাহিদা কোনটি?
উত্তরঃ আত্মপ্রতিষ্ঠার চাহিদা
প্রশ্ন 5. মি. ওয়াই তার কারখানার ব্রয়লার রুমের পাশের রুমে কর্মীদের কাজের সুবিধার্থে শীতাতপ নিয়ন্ত্রণে ব্যবস্থা করেন। ফলে কর্মীরা খুশি। উদ্দীপকে কর্মীদের প্রেষণায় কোন ধরনের অনার্থিক উদ্দীপনা ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ সুষ্ঠু কর্ম পরিবেশ
প্রশ্ন 6. X ও Y তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ ডগলাস ম্যাকগ্রেগর
প্রশ্ন 7. প্রণোদনার আর্থিক উপাদান কোনটি?
উত্তরঃ বোনাস
প্রশ্ন 8. কোনটি প্রেষণাদানের অনার্থিক উপায়?
উত্তরঃ প্রশিক্ষণ সুবিধা
প্রশ্ন 9. অর্থ ব্যয় ব্যতীত নিচের কোন উপাদানটি দিয়ে কর্মীদের প্রেষণা দেওয়া যায়?
উত্তরঃ প্রশংসা
প্রশ্ন 10. কোনটি প্রেষণার আর্থিক উপাদান?
উত্তরঃ চিকিৎসা ভাতা
প্রশ্ন 11. বাংলাদেশে শ্রমিক-কর্মীরা নিচের কোন উদ্দীপকে সবচেয়ে বেশি প্রেষিত হয়?
উত্তরঃ উপযুক্ত মজুরি
প্রশ্ন 12. প্রেষণার প্রভাবে নিচের কোনটি সরাসরি প্রভাবান্বিত হয়?
উত্তরঃ মানুষের প্রত্যাশা
প্রশ্ন 13. প্রেষণা একটি—
উত্তরঃ মানসিক প্রক্রিয়া
প্রশ্ন 14. “চাহিদা, অভাব বা আকাঙ্ক্ষা থেকেই মানব মনে প্রেষণার সৃষ্টি হয়”— উক্তিটি কার?
উত্তরঃ Maslow
প্রশ্ন 15. প্রকৃতি অনুযায়ী প্রেষণাকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ
প্রশ্ন 16. অনার্থিক প্রেষণার উপাদান কোনটি?
উত্তরঃ চাকরির নিরাপত্তা
প্রশ্ন 17. “ক্যান্টিন সহযোগিতা” প্রেষণাদানের কোনটির অন্তর্ভুক্ত?
উত্তরঃ আর্থিক পদ্ধতি
প্রশ্ন 18. প্রেষণার অনার্থিক উপাদান কোনটি?
উত্তরঃ উত্তম ব্যবহার
প্রশ্ন 19. মাসলোর চাহিদা সোপান তত্ত্বে মানুষের চাহিদাকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে?
উত্তরঃ
প্রশ্ন 20. মাসলোর চাহিদা সোপান তত্ত্বের প্রথম চাহিদা কী?
উত্তরঃ জৈবিক চাহিদা
প্রশ্ন 21. মাসলোর “চাহিদা সোপান তত্ত্ব” কত সালে উদ্ভাবিত হয়–
উত্তরঃ ১৯৪৩
প্রশ্ন 22. মাসলোর চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী সামাজিক চাহিদার পরবর্তী ধাপ হলো–
উত্তরঃ আত্মতৃপ্তির চাহিদা
প্রশ্ন 23. মাসলোর “চাহিদা সোপান তত্ত্বের” সর্বশেষ চাহিদা কী?
উত্তরঃ আত্মপ্রতিষ্ঠার চাহিদা
প্রশ্ন 24. প্রেষণা দ্বি-উপাদান তত্ত্বের প্রবর্তক কে?
উত্তরঃ হার্জবার্গ
প্রশ্ন 25. প্রেষণার দ্বি-উপাদান তত্ত্বের রক্ষণাবেক্ষণমূলক উপাদান কোনটি?
উত্তরঃ কার্য পরিবেশ
প্রশ্ন 26. বিখ্যাত মনোবিজ্ঞানী Douglas McGragor কোন দেশের?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
প্রশ্ন 27. নিচের কোনটি প্রেষণাদানের আর্থিক উপায়?
উত্তরঃ পদোন্নতি
প্রশ্ন 28. প্রেষণা প্রক্রিয়ার রূপ কয়টি?
উত্তরঃ
প্রশ্ন 29. প্রেষণা চক্রের প্রথম ধাপ কোনটি?
উত্তরঃ অভাব
প্রশ্ন 30. প্রেষণাচক্রের শেষ ধাপ কোনটি?
উত্তরঃ লক্ষ্যার্জন
প্রশ্ন 31. মাসলোর চাহিদা সোপানের দ্বিতীয় ধাপ হচ্ছে—
উত্তরঃ নিরাপত্তার চাহিদা
প্রশ্ন 32. “Motivation” শব্দটি কোন ভাষা হতে এসেছে–
উত্তরঃ ল্যাটিন
প্রশ্ন 33. প্রেষণার হার্ডবার্গের দ্বি-উপাদান তত্ত্ব কত সালে প্রবর্তিত হয়?
উত্তরঃ ১৯৫৯
প্রশ্ন 34. Z তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ William Ouchi
প্রশ্ন 35. William G Ouchi কত সালে “Z” তত্ত্বের প্রবর্তন করেন?
উত্তরঃ ১৯৮১
প্রশ্ন 36. প্রেষণাদানকে উৎপাদন বৃদ্ধির সাথে তুলনা করেছেন কে?
উত্তরঃ S. W. Gellerman
প্রশ্ন 37. ‘Maslow’ কত সালে জন্মগ্রহণ করেন—
উত্তরঃ ● ১৯০৮
প্রশ্ন 38. হার্জবার্গের “দ্বি-উপাদান তত্ত্ব” যুক্তরাষ্ট্রের কতটি শিল্পনগরীর ওপর সাক্ষাৎকার নেওয়া হয়?
উত্তরঃ ১১টি
প্রশ্ন 39. হার্জবার্গের “দ্বি-উপাদান তত্ত্ব” যুক্তরাষ্ট্রের কতজন প্রকৌশলী ও হিসাবরক্ষকের সাথে সাক্ষাৎকার নেওয়া হয়?
উত্তরঃ ২০০
প্রশ্ন 40. “বিমা” কোন প্রেষণার অন্তর্ভুক্ত?
উত্তরঃ আর্থিক
প্রশ্ন 41. প্রেষণা যার সাথে সরাসরি সম্পর্কযুক্ত–
উত্তরঃ মানুষের মনের সাথে
প্রশ্ন 42. একটি প্রতিষ্ঠানের কর্মীদের মনোবলের সাথে সম্পর্ক রয়েছে–
উত্তরঃ প্রেষণাদানের প্রকৃতির
প্রশ্ন 43. উচ্চ প্রেষণা সাধারণত কিসের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে?
উত্তরঃ উচ্চ মনোবলের
প্রশ্ন 44. প্রেষণা মূলত কোনটিকে প্রভাবিত করে?
উত্তরঃ মানুষের মন
প্রশ্ন 45. প্রেষণার ফলে মানুষের মনের যেরূপ পরিবর্তন হয়, তা হতে হবে–
উত্তরঃ ইতিবাচক
প্রশ্ন 46. কোনটি প্রেষণা কর্মের মূল কেন্দ্রবিন্দু?
উত্তরঃ প্রতিষ্ঠানে কর্মরত মানবসম্পদ
প্রশ্ন 47. প্রেষণার ফলাফল প্রকাশ পায় কিসের মাধ্যমে?
উত্তরঃ কর্মীর আচরণ
প্রশ্ন 48. প্রেষণা প্রক্রিয়ার সাথে যেটি সামঞ্জস্যপর্ণ–
উত্তরঃ অবিরাম প্রক্রিয়া