প্রশ্ন 1.ইংরেজি Motivation শব্দটি কোন Latin শব্দ থেকে এসেছে?
উত্তরঃ Movere
প্রশ্ন 2.প্রেষণা বলতে কী বোঝায়?
উত্তরঃ কর্মীর উৎসাহ বৃদ্ধি
প্রশ্ন 3.চাহিদা সোপান তত্ত্বের উদ্ভাবক কে?
উত্তরঃ কর্মীর উৎসাহ বৃদ্ধি
প্রশ্ন 4.মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ স্তরের চাহিদা কোনটি?
উত্তরঃ আত্মপ্রতিষ্ঠার চাহিদা
প্রশ্ন 5.মি. ওয়াই তার কারখানার ব্রয়লার রুমের পাশের রুমে কর্মীদের কাজের সুবিধার্থে শীতাতপ নিয়ন্ত্রণে ব্যবস্থা করেন। ফলে কর্মীরা খুশি। উদ্দীপকে কর্মীদের প্রেষণায় কোন ধরনের অনার্থিক উদ্দীপনা ব্যবহৃত হয়েছে?