পৃথিবী পরিচিতি


Questions And Answers


প্রশ্ন 1. পৃথিবীতে সবচেয়ে বেশি গরুর দুধ উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ ভারত
প্রশ্ন 2. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী খালের নাম-
উত্তরঃ পানামা খাল
প্রশ্ন 3. পৃথিবী সৌরজগতের কত নম্বর গ্রহ-
উত্তরঃ তৃতীয়
প্রশ্ন 4. পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ-
উত্তরঃ ইন্দোনেশিয়া
প্রশ্ন 5. পৃথিবীতে বিশ্বগ্রামে পরিণত করেছে কোন নেটওয়ার্ক ?
উত্তরঃ WAN
প্রশ্ন 6. ইমানুয়েল কান্ট কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তরঃ রাশিয়া
প্রশ্ন 7. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
উত্তরঃ সূর্যগ্রহন
প্রশ্ন 8. উত্তর ভারত মহাসাগরের স্রোত কোন বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়
উত্তরঃ মৌসুমী
প্রশ্ন 9. কোন তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করে?
উত্তরঃ অষ্টমী
প্রশ্ন 10. পৃথিবীর সর্বাপেক্ষা খর্বকায় জাতি কোনটি?
উত্তরঃ পিগমী
প্রশ্ন 11. পানামা পথ কোন দুটি মহাসাগর এর মধ্যে সংযোগ করেছে?
উত্তরঃ প্রশান্ত ও আটলান্টিক
প্রশ্ন 12. পৃথিবীর দীর্ঘ তম পর্বতশ্রেণী কোনটি?
উত্তরঃ আন্দিজ
প্রশ্ন 13. পৃথিবীর অক্ষরেখা গুলো-
উত্তরঃ সমান্তরাল
প্রশ্ন 14. পৃথিবীর সঠিক আয়তন প্রথম পরিমাপ করেন কে?
উত্তরঃ Eratosthenes
প্রশ্ন 15. পৃথিবীর সর্ব্বোচ্চ বৌদ্ধমূর্তি টি যে দেশে ছিল
উত্তরঃ পৃথিবীর সর্ব্বোচ্চ বৌদ্ধমূর্তি টি যে দেশে ছিল
প্রশ্ন 16. পৃথিবীর চারপাশে যদি বায়ুমন্ডল থাকতাে, তাহলে পৃথিবী থেকে | আকাশের রং কি দেখা যেত?
উত্তরঃ Black
প্রশ্ন 17. পৃথিবীর সবচেয়ে ছােট দেশ
উত্তরঃ ভ্যাটিকান
প্রশ্ন 18. পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশের নাম কী?
উত্তরঃ সােভিয়েত রাশিয়া।
প্রশ্ন 19. পৃথিবীতে বেশী বৃষ্টিপাত হয় কোন স্থানে?
উত্তরঃ চেরাপুঞ্জি
প্রশ্ন 20. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর
প্রশ্ন 21. পৃথিবীর কোন দেশটি একটি মহাদেশও বটে?
উত্তরঃ অস্ট্রেলিয়া