প্ৰতিদান (জসীমউদ্‌দীন)


Questions And Answers


প্রশ্ন 1. জসীমউদ্দীন ফরিদপুর জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন ?
উত্তরঃ তাম্বুলখানা
প্রশ্ন 2. জসীমউদ্দীন কোন মাসে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ জানুয়ারি
প্রশ্ন 3. জসীমউদ্দীনের মায়ের নাম কী?
উত্তরঃ আমিনা খাতুন
প্রশ্ন 4. জসীমউদ্দীন রাজেন্দ্র কলেজ থেকে— i. আইএ পাস করেন ii. বিএ পাস করেন iii. চাকরিজীবন শুরু করেন নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 5. জসীমউদ্দীন কলেজে অধ্যয়নকালে কোন কবিতা রচনা করে খ্যাতি লাভ করেন?
উত্তরঃ কবর
প্রশ্ন 6. জসীমউদ্দীন পরিচিতি লাভ করেন—
উত্তরঃ পল্লিকবি হিসেবে
প্রশ্ন 7. জসীমউদ্দীন কবিতার প্রধান উপজীব্য কী?
উত্তরঃ পল্লিজীবন
প্রশ্ন 8. জসীমউদ্দীনের কবিতায় আমরা দেখতে পাই- i. বাংলার গ্রামীণ জীবনের আবহ ii. নাগরিক কোলাহলময় জীবন iii. সহজ ও সরল প্রাকৃতিক রূপ নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও iii
প্রশ্ন 9. জসীমউদ্দীনকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে কোন উপাধি দেওয়া হয়?
উত্তরঃ ডিলিট
প্রশ্ন 10. জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৯৭৬ সালে
প্রশ্ন 11. 'প্রতিদান' কবিতায় কবি কার ঘর বাঁধেন?
উত্তরঃ যে কবির ঘর ভেঙেছে
প্রশ্ন 12. ‘প্রতিদান' কবিতার প্রথম স্তবকে কবির কী ভাঙার কথা বলা হয়েছে?
উত্তরঃ ঘর
প্রশ্ন 13. ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।'- পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ যে কবিকে পর করেছে
প্রশ্ন 14. “কাঁটা পেয়ে তারে ফুল করি দান'- চরণটিতে কবি কী বুঝিয়েছেন?
উত্তরঃ পরার্থপরতা
প্রশ্ন 15. 'প্রতিদান' কবিতায় কে পথের বিরাগী হয়েছেন?
উত্তরঃ কবি স্বয়ং
প্রশ্ন 16. প্রতিদান' কবিতায় কবির সঙ্গে সম্পর্ক রয়েছে— i. পথে পথে ঘোরেন ii. ঘর বাঁধেন iii. কেঁদে বেড়ান নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 17. 'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?
উত্তরঃ দীঘল
প্রশ্ন 18. যে ব্যক্তি কবির ঘুম হরণ করেছে, তার জন্য কবি কী করেন?
উত্তরঃ দীঘল রজনী জাগেন
প্রশ্ন 19. প্রতিদান' কবিতায় কবির কোথায় আঘাত করার কথা বলা হয়েছে?
উত্তরঃ বুকে
প্রশ্ন 20. “যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ”- এর পরের চরণ কোনটি?
উত্তরঃ আমি দেই তারে বুকভরা গান
প্রশ্ন 21. প্রতিদান' কবিতায় কবি 'বিষে ভরা' বাণের পরিবর্তে কী দিয়েছেন?
উত্তরঃ বুক ভরা গান
প্রশ্ন 22. প্রতিদান' কবিতায় কবি কাঁটা পেয়ে কী দান করেছেন?
উত্তরঃ ফুল
প্রশ্ন 23. কবি সারাটি জনমভর কী দান করতে চেয়েছেন?
উত্তরঃ ফুল
প্রশ্ন 24. কবি কেঁদে বেড়ান কেন?
উত্তরঃ কবিকে পর করা হয়েছে বলে
প্রশ্ন 25. যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান, -- এখানে 'বিষেভরা বাণ' কী অর্থ জ্ঞাপন করেছে?
উত্তরঃ কটুকথা
প্রশ্ন 26. নিরন্তর' শব্দের অর্থ হলো- i. অন্ত নেই এমন ii. নিয়ত iii. অবিরাম নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 27. প্রতিদান' কবিতার মূল উপজীব্য হলো— i. ক্ষমাশীলতা ii. উদারতা iii. পরার্থপরতা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 28. উদ্দীপকের সঙ্গে কোন কবিতার ভাবগত মিল পাওয়া যায়?
উত্তরঃ প্রতিদান
প্রশ্ন 29. মিলের কারণ হলো- i. মহানুভবতায় ii. স্বার্থপরতায় iii. উদারতায় নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 30. কোনটি জসীমউদ্দীনের কাব্য নয়?
উত্তরঃ রূপসী বাংলা
প্রশ্ন 31. 'প্রতিদান' কবিতায় কবি কী বিসর্জন দিয়েছেন?
উত্তরঃ ক্ষুদ্র স্বার্থ
প্রশ্ন 32. ‘প্রতিদান' কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে?
উত্তরঃ উদারতা
প্রশ্ন 33. সুন্দর ও নিরাপদ পৃথিবীর জন্য কেমন মানুষ দরকার?
উত্তরঃ ভালোবাসাপূর্ণ
প্রশ্ন 34. প্রতিদান' কবিতায় কবি অনিষ্টকারীকে কী দিয়েছেন?
উত্তরঃ ক্ষমা
প্রশ্ন 35. 'প্রতিদান' কবিতায় প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ অপকারীর উপকার
প্রশ্ন 36. কবি জসীমউদ্দীনে সঙ্গে নিচের কোনটির সম্পর্ক i. তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন ii. পল্লিকবি হিসেবে পরিচিত iii. প্রচার ও জনসংযোগ বিভাগে চাকরি করতেন নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 37. উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার কার বৈসাদৃশ্য রয়েছে—
উত্তরঃ কবির
প্রশ্ন 38. প্রতিদান' কবিতার দ্বিতীয় স্তবকে কবি কী বাঁধতে চেয়েছেন?
উত্তরঃ কুল
প্রশ্ন 39. উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার কোন দিকটি সামঞ্জস্যপূর্ণ?
উত্তরঃ পরার্থপরতা
প্রশ্ন 40. অনুচ্ছেদ ও 'প্রতিদান' কবিতা অনুসারে মানবজীবন কখন সার্থক হবে?
উত্তরঃ আত্মত্যাগ ও পরোপকার করলে
প্রশ্ন 41. উদ্দীপকের সত্যায়ের সাথে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য কোথায়?
উত্তরঃ প্রতিহিংসায়
প্রশ্ন 42. রহিমার মধ্যে কবিচেতনার প্রতিফলিত দিকটি হলো- i. কর্মনিপুণতা ii. উদারতা iii. ক্ষমাশীলতা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ ii ও iii