রাজশাহী বিশ্ববিদ্যালয় C Unit (বিজ্ঞান ) গ্রুপ ১ , ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ


Questions And Answers


প্রশ্ন 1. একটি কণার উপর →F=(−2ˆi+3ˆj+3ˆk)𝐹→=-2𝑖^+3𝑗^+3𝑘^) নিউটন বল প্রয়োগের ফলে কণাটি (3,-4,-2) বিন্দু থেকে (-2,3,5) বিন্দুতে স্থানান্তরিত হয়। বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত?
উত্তরঃ 52 J
প্রশ্ন 2. 196 ms-1 বেগে একটি পাথরকে উপরে নিক্ষেপ করা হলো। 10 sec পরে পাথরটির বেগ কত?
উত্তরঃ 98 ms−1
প্রশ্ন 3. একটি গাড়ি 10 ms-1 গতিতে চলছে। কত গতিতে চালালে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে?
উত্তরঃ 14.1𝑚𝑠-1
প্রশ্ন 4. কৌণিক বেগের মাত্রা সমীকরণ-
উত্তরঃ T−1
প্রশ্ন 5. কোন বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের চেয়ে বেশি হলে বস্তুটি-
উত্তরঃ অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে যাবে
প্রশ্ন 6. একটি রডের ইয়ং এর গুণাংক Y=2×1011 m−2𝑌=2×101 𝑁𝑚-2 এবং তার উপর 200 N বল প্রয়োগ করা হলে রডের প্রচ্ছেদ 0.1 cm2 এবং দৈর্ঘ্য পরিবর্তন AL = 0.2 mm হয়। রডের প্রাথমিক দৈর্ঘ্য কত?
উত্তরঃ 2.0 m
প্রশ্ন 7. 27°C তাপমাত্রায় ও 6×1056×105 Pa চাপে কোন গ্যাসের আয়তন 100 cm3 হলে, 77 °C তাপমাত্রা ও 106 Pa চাপে এর আয়তন কত?
উত্তরঃ 70 cm3
প্রশ্ন 8. একটি কার্নো ইঞ্জিন 400 K তাপমাত্রার উৎস থেকে 300 cal তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকে 225 cal তাপ বর্জন করে। তাপ গ্রাহকের তাপমাত্রা কত?
উত্তরঃ 300 K
প্রশ্ন 9. ইয়ং এর দ্বি-চিড় পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব 5.25×10−5 m5.25×10-5 𝑚 চিড় দুটি থেকে পর্দার দূরত্ব 0.9 m এবং আলোর তরঙ্গদৈর্ঘ্য 5.25×10−7 m 5.25×10-7 𝑚 হলে চিড় দুটির মধ্যে দূরত্ব কত?
উত্তরঃ 9 mm
প্রশ্ন 10. তিনটি সমান মানের ধারক সমান্তরালে যুক্ত থাকলে বর্তনীর তুল্য ধারকত্ব শ্রেণি সমবায়ে যুক্ত তুল্য ধারকত্বের তুলনায় কত?
উত্তরঃ 9 গুণ
প্রশ্ন 11. তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিচের কোন দিক বরাবর অগ্রসর হয়?
উত্তরঃ → E × →B
প্রশ্ন 12. 200 পাক বিশিষ্ট একটি কুন্ডলীতে চৌম্বক প্রবাহ প্রতি সেকেন্ডে 0.02 ওয়েবার থেকে 0.06 ওয়েবারে পরিবর্তিত হলে, কুন্ডলীতে ইলেকট্রোমোটিভ ফোর্স (EMF) কত হবে?
উত্তরঃ 8 V
প্রশ্ন 13. কোন পুকুরের তলদেশে একটি মাছকে খাড়াভাবে দেখলে 3 m নিচে দেখা যায়। পানির প্রতিসরাঙ্ক 4/3 হলে, পুকুরটির প্রকৃত গভীরতা কত?
উত্তরঃ 4.0 m
প্রশ্ন 14. একটি অভিসারী লেন্সের ফোকাল দৈর্ঘ্য 20 cm হলে, 30 cm দূরত্বে রাখা একটি বস্তুর স্পষ্ট বিম্ব তৈরী হয়। যদি বস্তুটিকে লেন্স থেকে 10 cm দূরত্বে সরিয়ে আনা হয়, তাহলে বিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
উত্তরঃ বিম্বটি অবাস্তব হবে এবং লেন্সের পেছনে চলে যাবে
প্রশ্ন 15. নিম্নে বর্তনীতে A =+5 V ও B=0 V হলে বর্তনীর আউটপুট ভোল্টেজ কত হবে?
উত্তরঃ 0V
প্রশ্ন 16. একটি পাতলা ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ R = 15cm । এতে Q=6×10−6C𝑄=6×10-6𝐶 আধান প্রদান করা হয়েছে। গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত?
উত্তরঃ 0NC−1
প্রশ্ন 17. নিচের কোনটি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য নয়?
উত্তরঃ গ্যাসের আণবিক গতি ব্রাউনীয় গতির সাথে সম্পর্কিত থাকে
প্রশ্ন 18. কমন বেস ট্রানজিষ্টরের অ্যামিটার প্রবাহ 1.25 mA এবং কালেক্টর প্রবাহ 8×10−4A8×10-4 𝐴 হলে, বেস প্রবাহ কত হবে?
উত্তরঃ 4.5×10−4A
প্রশ্ন 19. দৈর্ঘ্য L ও প্রস্থচ্ছেদ A বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য বরাবর F বল প্রয়োগ করায় দৈর্ঘ্য l পরিমাণ বৃদ্ধি পায়। তারটিতে কৃতকাজের পরিমাণ কত?
উত্তরঃ F×l 2
প্রশ্ন 20. 50 kg ভরের একটি স্থির বস্তুর উপর 5 sec ব্যাপী 10 N বল প্রযুক্ত হলো, বস্তুটির বেগের পরিবর্তন কত হবে?
উত্তরঃ 1ms −1
প্রশ্ন 21. সরল ছন্দিত গতি সম্পন্ন একটি কণার পর্যায়কাল 1 মিনিট হলে কৌণিক কম্পাংক কত rad/s?
উত্তরঃ 0.10
প্রশ্ন 22. একটি p-n জংশনের বিভব পার্থক্য 2.0V থেকে 2.5 V করা হল। এতে এর তড়িৎ প্রবাহ 500 mA পরিবর্তিত হল। গতীয় রোধ কত?
উত্তরঃ 1.0 Ω
প্রশ্ন 23. 50 পাক সংখ্যা ও 0.5m দৈর্ঘ্য বিশিষ্ট একটি কুন্ডলীর মধ্যে 2 A তড়িৎ প্রবাহিত হলে কুন্ডলীর চারপাশে চৌম্বক ক্ষেত্রের শক্তি কত?
উত্তরঃ 8π×10−5Tesla
প্রশ্ন 24. তরঙ্গমুখ সংক্রান্ত নীতি প্রদান করেন-
উত্তরঃ হাইগেন্স
প্রশ্ন 25. কোন ফেনলটির অম্লীয় ক্ষমতা সর্বোচ্চ?
উত্তরঃ বিউট-1-ইন-3-আইন
প্রশ্ন 26. আইসোনাইট্রাইল কার্যকরী মূলক কোনটি?
উত্তরঃ -NC
প্রশ্ন 27. কোন জৈব যৌগটি NaNH2 এর সাথে বিক্রিয়া দেয়?
উত্তরঃ CH3CH = CH
প্রশ্ন 28. SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়?
উত্তরঃ জ্যামিতিক কাঠামো অপরিবর্তিত থাকে
প্রশ্ন 29. কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়?
উত্তরঃ CH3CO 𝐶𝐻3
প্রশ্ন 30. কোন যৌগে দুটি কাইরাল কার্বন আছে?
উত্তরঃ বিউটেন-2,3-ডাইঅল
প্রশ্ন 31. বিক্রিয়াটি কোন নিয়ম অনুসারে ঘটে?
উত্তরঃ সাইজেফ
প্রশ্ন 32. 250 mL NaOH দ্রবণে 5 g NaOH দ্রবীভূত থাকলে ঐ দ্রবণের মোলার ঘনমাত্রা কত?
উত্তরঃ 0.5
প্রশ্ন 33. কোনটি লুইস এসিড নয়?
উত্তরঃ BeCl2
প্রশ্ন 34. আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি?
উত্তরঃ 𝐵< 𝐵𝑒 < O < N
প্রশ্ন 35. 0.01 M NaCl দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত?
উত্তরঃ 585
প্রশ্ন 36. একটি দ্রবণের pOH = 3 হলে H3O+ এর মোলার ঘনমাত্রা কত?
উত্তরঃ 1×10 −11
প্রশ্ন 37. কোন যৌগে সবচেয়ে শক্তিশালী H-বন্ধন ঘটে?
উত্তরঃ HF
প্রশ্ন 38. কোন অণুর বন্ধন কোণের মান সবচেয়ে কম?
উত্তরঃ 𝐻2𝑂
প্রশ্ন 39. কোন যৌগের গঠন চতুস্তলকীয় নয়?
উত্তরঃ 𝐻F4
প্রশ্ন 40. ভ্যানডার ওয়ালস্ সমীকরণের ধ্রুবক 'a' দ্বারা কী বুঝায়?
উত্তরঃ আন্তঃআণবিক আকর্ষণ
প্রশ্ন 41. কোন ১ম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 5 মিনিট হলে বিক্রিয়াটির হার ধ্রুবক কত?
উত্তরঃ 2.3×10 −3
প্রশ্ন 42. নাইট্রোজেনকে আদর্শ গ্যাস ধরলে কত গ্রাম নাইট্রোজেনের জন্য PV = 0.02RT সমীকরণটি প্রযোজ্য?
উত্তরঃ 0.56
প্রশ্ন 43. গ্যাসীয় অবস্থায় কোন বিক্রিয়ার সাম্যবস্থায় Kp ও Kc এর মান সমান?
উত্তরঃ H2+I2 ⇌2HI
প্রশ্ন 44. 25°C তাপমাত্রায় | atm চাপে 4LO2 গ্যাসকে 0.8L এ সংকুচিত করতে কত চাপ প্রয়োগ করতে হবে?
উত্তরঃ 5 atm
প্রশ্ন 45. 0.5 মোল Al ক্যাথোডে জমা করতে কী পরিমাণ বিদ্যুৎ লাগবে?
উত্তরঃ 1.5 F
প্রশ্ন 46. গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি?
উত্তরঃ ইন্টারনেট
প্রশ্ন 47. কোন প্রযুক্তিটি কৃত্তিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত?
উত্তরঃ মেশিন লারনিং
প্রশ্ন 48. যে লজিক বর্তণী আলফা নিউমেরিক ক্যারেকটারকে বাইনারি কোডে পরিণত করে তাকে কী বলে?
উত্তরঃ এনকোডার
প্রশ্ন 49. রেডিও এবং টেলিভিশনের সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড?
উত্তরঃ সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট
প্রশ্ন 50. নিচের কোন পরিপূরক পদ্ধতিটি কম্পিউটারে ব্যবহৃত হয়?
উত্তরঃ ২-এর পরিপূরক
প্রশ্ন 51. হাইড্রার কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে?
উত্তরঃ পেনিট্র্যান্ট
প্রশ্ন 52. কোন পর্বের প্রাণীর স্নায়ুতন্ত্র মই-এর মত?
উত্তরঃ Annelida
প্রশ্ন 53. কোন পর্বের প্রাণীতে Planula লার্ভা দশা দেখা যায়?
উত্তরঃ Cnidaria
প্রশ্ন 54. ঘাস ফড়িং-এর উদরে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে?
উত্তরঃ ৪ জোড়া
প্রশ্ন 55. রুই মাছের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
উত্তরঃ Vote Statistics
প্রশ্ন 56. শর্করা জাতীয় খাদ্যের শোষণ নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
উত্তরঃ Vote Statistics
প্রশ্ন 57. লাল-সবুজ বর্ণান্ধতা কোন ধরনের রোগ?
উত্তরঃ সেক্স লিংকড
প্রশ্ন 58. কোন উদ্ভিদে দ্বি-নিষেক দেখা যায়?
উত্তরঃ Ephedra
প্রশ্ন 59. হলুদে কোন ধরনের রূপান্তরিত কান্ড দেখা যায়?
উত্তরঃ রাইজোম
প্রশ্ন 60. আবৃতবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম কোন ধরনের ?
উত্তরঃ ট্রিপ্লয়েড
প্রশ্ন 61. কোন উদ্ভিদের সমস্ত শরীরজুড়ে ক্লোরোপ্লাস্ট থাকে?
উত্তরঃ Anthoceros
প্রশ্ন 62. হাইডাথোড দেখা যায় কোন উদ্ভিদে?
উত্তরঃ কচু-টমেটো
প্রশ্ন 63. মেসার্ক কোথায় দেখা যায়?
উত্তরঃ পাতায়
প্রশ্ন 64. কোন বিন্দুতে ক্রিয়ারত P ও 25N মানের দুইটি বলের লব্ধি 20N যা P বলের দিকের সাথে সমকোণ উৎপন্ন করে। P-এর মান কত?
উত্তরঃ 15N
প্রশ্ন 65. x = 1, x = 5 , Y = 4 এবং y = 8 রেখাগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের একটি কর্ণের ঢাল হবে-
উত্তরঃ 1
প্রশ্ন 66. x2−2x−5=0𝑥2-2𝑥-5=0সমীকরণের মূলদ্বয় p,q হলে p - q = ?
উত্তরঃ √24
প্রশ্ন 67. 𝜔যদি এককের একটি কাল্পনিক ঘনমূল হয়, তবে (1−ω+ω2) (1−ω2+ω4)(1-𝜔+𝜔2(1-2+𝜔4)এর মান হবে-
উত্তরঃ 4
প্রশ্ন 68. শ্রেণীবিন্যাসের মৌলিক ধাপ কয়টি?
উত্তরঃ 7
প্রশ্ন 69. কোন প্রাণীতে কোয়ানোসাইট নামক কোষ পাওয়া যায়?
উত্তরঃ স্পঞ্জ
প্রশ্ন 70. নিডোব্লাস্ট কোষের তলদেশ হতে বের হয়ে ক্যাপসুলের সাথে যুক্ত প্যাঁচানো সুতার ন্যায় অঙ্গকে বলা হয়-
উত্তরঃ নেমাটোসিস্ট
প্রশ্ন 71. ত্রিস্তরী প্রাণীর কোন ভ্রূণীয় অবস্থায় তিনটি কোষীয় স্তর বিদ্যমান?
উত্তরঃ গ্যাস্টুলা
প্রশ্ন 72. কোন পর্বের প্রাণীর জীবনচক্রে ভেলিগার লার্ভা দশা উপস্থিত?
উত্তরঃ মোলাস্কা
প্রশ্ন 73. কোন প্রাণীর রেচন অঙ্গের নাম মালপিজিয়ান নালিকা?
উত্তরঃ ঘাসফড়িং
প্রশ্ন 74. ঘাস ফড়িং-এর মস্তকের বহিঃকঙ্কালকে বলা হয়-
উত্তরঃ এপিক্রেনিয়াম
প্রশ্ন 75. আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে কি উৎপন্ন হয়?
উত্তরঃ অ্যামাইনো এসিড
প্রশ্ন 76. কোন মাছের দেহত্বকে প্লাকয়েড আঁইশ থাকে?
উত্তরঃ Scoliodon
প্রশ্ন 77. ঘাস ফড়িং-এর ডিম কোন ধরনের?
উত্তরঃ সেন্ট্রোলেসিথাল
প্রশ্ন 78. কোন জীনের প্রভাবে F2 জণুতে ফেনোটাইপের অনুপাত 9 : 7 হয়?
উত্তরঃ পরিপূরক জীন
প্রশ্ন 79. মানবদেহে ভ্রুণের মেসোডার্মের কোন স্তর থেকে হৃৎপিন্ড তৈরী হয়?
উত্তরঃ হাইপোমিয়ার
প্রশ্ন 80. কোষের ট্রাফিক পুলিশ কোনটি?গলগি বডি
উত্তরঃ গলগি বডি
প্রশ্ন 81. ভুট্টার ক্রোমোজোম সংখ্যা (2n) কত?
উত্তরঃ 20
প্রশ্ন 82. মটরশুঁটিতে কোন অমরাবিন্যাস দেখা যায়?
উত্তরঃ প্রান্তীয়
প্রশ্ন 83. Poaceae গোত্রের ফলের নাম কি?
উত্তরঃ ক্যারিওপসিস
প্রশ্ন 84. পেন্টামেরাস পুষ্প দেখা যায় কোন উদ্ভিদে?
উত্তরঃ টমেটো
প্রশ্ন 85. গন্ধরাজের বৃতিতে কোন ধরনের এষ্টিভেশন দেখা যায়?
উত্তরঃ ওপেন
প্রশ্ন 86. ক্রোমোজোমের চারিদিকে যে পাতলা আবরণ থাকে তার নাম কি?
উত্তরঃ নিউক্লিয়ার মেমব্রেন
প্রশ্ন 87. ব্যাকটেরিয়া কোষের মূল উপাদান কোনটি?
উত্তরঃ পেপটিডোগ্লাইকান
প্রশ্ন 88. কোন উদ্ভিদে এক প্রকোষ্ঠবিশিষ্ট প্রান্তীয় গর্ভাশয় পাওয়া যায়?
উত্তরঃ মটর
প্রশ্ন 89. নগ্নবীজী উদ্ভিদে কোনটি অনুপস্থিত?
উত্তরঃ ফুল
প্রশ্ন 90. লিপোভাইরাস নয় কোনটি?
উত্তরঃ TMV
প্রশ্ন 91. ভাসকুলার বান্ডল সৃষ্টি হয় কোন টিস্যু হতে?
উত্তরঃ প্রোক্যাম্বিয়াম