রাজশাহী বিশ্ববিদ্যালয় C Unit (বিজ্ঞান ) গ্রুপ ২ , ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ


Questions And Answers


প্রশ্ন 1. একটি হুইটস্টোন ব্রিজের চার বায়ুতে যথাক্রমে 100 Ω, 300 Ω, 24 Ω এবং 60 Ω রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে সংযুক্ত করলে ব্রিজটি ভারসাম্য অবস্থায় আসবে?
উত্তরঃ Vote Statistics
প্রশ্ন 2. 20 cm ফোকাস দূরত্বের একটি পাতলা উত্তল লেন্স 30 cm দূরত্বে রাখা একটি বস্তুর বাস্তব প্রতিবিম্ব তৈরি করে। যদি 6 cm পুরুত্ব ও 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি কাঁচের পাত প্রতিবিম্বের পথে স্থাপন করা হয় তবে চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থানে কী পরিবর্তন হবে?
উত্তরঃ প্রতিবিম্বটি লেন্সের দিকে 2 cm কাছে আসবে
প্রশ্ন 3. 127° C ও 27° C তাপমাত্রার মধ্যে কর্মরত একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা-
উত্তরঃ 25%
প্রশ্ন 4. একটি সাধারণ ট্রানজিষ্টরের কারেন্ট গেইন ফ্যাক্টর
উত্তরঃ 49
প্রশ্ন 5. 4 cm ব্যাসার্ধের একটি চার্জিত গোলকের চার্জের তল ঘনত্ব 2.5 একক। ঐ গোলকে সঞ্চিত চার্জের পরিমাণ কত একক?
উত্তরঃ 202.4
প্রশ্ন 6. নিচের কোনটি সঠিক নয়?
উত্তরঃ এক্স রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়
প্রশ্ন 7. একটি স্প্রিং যদি দ্বিগুণ সংকোচিত বা প্রসারিত করা হয় তাহলে বিভব শক্তি কিভাবে পরিবর্তিত হবে?
উত্তরঃ চারগুণ হবে
প্রশ্ন 8. গতিশক্তি ও ভরবেগের সমীকরণ একটি-
উত্তরঃ পরাবৃত্ত
প্রশ্ন 9. একটি স্থির বস্তুর ভর 22000 kg। একটি বল 10.5 sec বস্তুটির উপর কাজ করায় বস্তুটির বেগ 13.6 ms-1 হলে বলের মান কত?
উত্তরঃ 28495 N
প্রশ্ন 10. 2 kg ভরের একটি ব্লককে একটি অনুভূমিক তলের উপর দিয়ে কত বলে টানলে বস্তুটি সমবেগে চলবে? (গতীয় ঘর্ষণ গুণাঙ্ক = 0.1)
উত্তরঃ 1.96 N
প্রশ্ন 11. একটি ইয়ংয়ের দ্বি-চিড় পরীক্ষণে চিড় দুটির মধ্যবর্তী দূরত্ব 0.4 mm। চিড়ের সমান্তরালে 1 m দূরত্বে স্থাপিত পর্দায় ডোরা সৃষ্টি করা হলো। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 3100Å হলে, দ্বাদশ উজ্জ্বল ডোরার দূরত্ব কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে কত?
উত্তরঃ 9.3 mm
প্রশ্ন 12. 200 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীতে 1A তড়িৎ প্রাবহিত হলে 0.02 Wb চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। কুন্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত?
উত্তরঃ 4 H
প্রশ্ন 13. একটি গ্যাসের আয়তন 500 mL. এবং তাপমাত্রা 300 K। যদি চাপ অপরিবর্তিত থাকে এবং তাপমাত্রা 600 K করা হয়, তাহলে নতুন আয়তন কত হবে?
উত্তরঃ 1L
প্রশ্ন 14. একটি ইস্পাতের তারের ব্যাস 0.24 cm। তারটিতে 3.6 kg ভর ঝুলানো হলে পীড়ন কত?
উত্তরঃ 7.8×106 𝑁𝑚-2
প্রশ্ন 15. একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত ms-1 বেগে চললে 6 ms-1 বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 60° কোণে পড়বে?
উত্তরঃ 6√3
প্রশ্ন 16. একটি তামার তারের প্রাথমিক দৈর্ঘ্য 2m ব্যাসার্ধ 2 mm এবং রোধ 0.5 Ω। যদি তারটিকে সমানভাবে টেনে এর দৈর্ঘ্য চারগুণ করা হয় কিন্তু আয়তন অপরিবর্তিত থাকে, তাহলে আপেক্ষিক রোধ কত শতাংশ পরিবর্তিত হবে?
উত্তরঃ 0%
প্রশ্ন 17. 3 kg ভরের একটি বন্দুক থেকে 210 g ভরের একটি গুলি 100 ms-1 বেগে বের হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত ms-1?
উত্তরঃ 7.0
প্রশ্ন 18. একটি ইলেকট্রন ও একটি প্রোটন উভয়েরই ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান। উক্ত শর্তে নিচের কোন বিবৃতিটি সত্য-
উত্তরঃ ইলেকট্রন ও প্রোটনের ভরবেগ সমান
প্রশ্ন 19. শূন্যস্থানে আলোর বেগ 3×3×108×𝑚-1 হলে 1.5 প্রতিসরাংকের একটি তরলে আলোর বেগ কত?
উত্তরঃ 2×108ms−12×108ms−12×108ms−12×108ms−1
প্রশ্ন 20. একটি বস্তুর সরণ ও সময়ের সম্পর্ক x=5t2+2t+3 দ্বারা প্রকাশিত হলে বস্তুটির প্রাথমিক বেগ কত?
উত্তরঃ 2ms−1
প্রশ্ন 21. কোনটি C4 উদ্ভিদ নয়?
উত্তরঃ আম
প্রশ্ন 22. নিচের কোন বৃক্ষটি নগ্নবীজী?
উত্তরঃ Thuja sp
প্রশ্ন 23. সাইকাস-এর স্ত্রী প্রজনন অঙ্গের নাম কী?
উত্তরঃ মেগাস্পোরিফিল
প্রশ্ন 24. হাইড্রায় কোন ধরনের চলনকে অ্যামিবয়েড চলন বলা হয়?
উত্তরঃ গ্লাইডিং
প্রশ্ন 25. কোন উদ্ভি দে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে না?
উত্তরঃ কলাবতী
প্রশ্ন 26. ঘাসফড়িং-এর ওমাটিডিয়ামে অবস্থিত ভাইট্রালি কোষের সংখ্যা কত?
উত্তরঃ 4 টি
প্রশ্ন 27. মানুষের রক্তে রক্তকণিকা ও রক্তরসের অনুপাত কত?
উত্তরঃ 9 : 11
প্রশ্ন 28. কোন প্রাণীকে লার্ভা দশায় নটোকর্ড থাকে?
উত্তরঃ Ascidia
প্রশ্ন 29. মানব ভ্রুণের মেসোডার্মের কোন স্তর থেকে শুক্রাশয় ও ডিম্বাশয় তৈরি হয়?
উত্তরঃ মেসোমেয়ার
প্রশ্ন 30. কোন জীনের প্রভাবে F2 অণুতে ফিনোটাইপের অনুপাত 2 : 1 হয়?
উত্তরঃ লিথাল জীন
প্রশ্ন 31. রুই মাছে বায়ু থলির সম্মুখ প্রকোষ্ঠটি কোন নালী দ্বারা অন্ননালীর সাথে যুক্ত হয়?
উত্তরঃ নিউমেটিক ডাক্ট
প্রশ্ন 32. দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কি ধরনের?
উত্তরঃ জালিকাকার
প্রশ্ন 33. পরিণত জাইলেম টিস্যুর সজীব উপাদান কোনটি?
উত্তরঃ প্যারেনইকাইমা
প্রশ্ন 34. অণু ইউরিয়া 100 ml. দ্রবণে বিদ্যামান। উক্ত ইউরিয়া দ্রবণের ঘনমাত্রা কত মোলার?
উত্তরঃ 0.001
প্রশ্ন 35. হাইড্রোজেন আয়োডাইডের বিযোজনে এর প্রারম্ভিক ঘনমাত্রা 0.5 M হতে 0.2M এ হ্রাস পেতে 50 মিনিট সময় লাগে। বিক্রিয়ার হার molL−1S− এককে কত?
উত্তরঃ 1.0 x10−4
প্রশ্ন 36. K-পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের ক্ষেত্রে চারটি কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি?
উত্তরঃ 4,0,0,+1 2
প্রশ্ন 37. কোন অণুর কেন্দ্রীয় পরমাণুতে sp3d𝑠𝑝3𝑑সংকরণ ঘটে?
উত্তরঃ PCI5
প্রশ্ন 38. যদি 500 K তাপমাত্রায় 10.0 L গ্যাসকে 250 K তাপমাত্রায় আনা হয় এবং গ্যাসটি আদর্শ অবস্থা থেকে বিচ্যুতি হওয়ার আয়তন 20% বৃদ্ধি পায়, তবে গ্যাসটির চূড়ান্ত আয়তন কত লিটার?
উত্তরঃ 6.0
প্রশ্ন 39. 6 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি?
উত্তরঃ 2PV = 3RT
প্রশ্ন 40. C6H5NH2 + CHCl3 + KOH (al) Δ→ 𝐴 (প্রধান উৎপাদ) বিক্রিয়ায় A যৌগ কোনটি?
উত্তরঃ C6H5−NC
প্রশ্ন 41. 𝑀𝑔(𝑂𝐻)2 এর দ্রাব্যতা গুণফল 4×10−4 হলে OH- আয়নের মোলার ঘনমাত্রা কত?
উত্তরঃ 1×10−4
প্রশ্ন 42. কোন ধরনের দুটি সমাণুর 1 : 1 মিশ্রণে রেসিমিক মিশ্রণ হয়?
উত্তরঃ এনানসিওমার
প্রশ্ন 43. কোন যৌগের গলনাঙ্ক সবচেয়ে বেশি?
উত্তরঃ MgCl2
প্রশ্ন 44. 10% NaOH এর জলীয় দ্রবণের 50 mL প্রশমিত করতে 100 mL HCI দ্রবণের প্রয়োজন। HCI দ্রবণের মোলার ঘনমাত্রা কত?
উত্তরঃ 1.25
প্রশ্ন 45. 2SO2(g) + O2(g) ⇌2SO3(g) বিক্রিয়ার সাম্যধ্রুবক, Kc মানকে প্রভাবিত করে কোনটি?
উত্তরঃ তাপমাত্রার প্রভাব
প্রশ্ন 46. কোন পদ্ধতিতে অ্যালবেন তৈরি করা যায় না?
উত্তরঃ উইলিয়ামসনের সংশ্লেষণ
প্রশ্ন 47. কোন যৌগে আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ বন্ধন বিদ্যামন?
উত্তরঃ সবগুলোতেই
প্রশ্ন 48. কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র?
উত্তরঃ BF3
প্রশ্ন 49. পানির আয়নিক গুণফল Kw সম্পর্কিত কোনটি সঠিক?
উত্তরঃ Kw=[H3O+]×[OH−]
প্রশ্ন 50. (2,-3) কেন্দ্রবিশিষ্ট বৃত্তটি 4x + 3y + 6 = 0 রেখাটি স্পর্শ করলে বৃত্তটির সমীকরণ কোনটি?
উত্তরঃ x2+ y2−4x+6y+12
প্রশ্ন 51. যদি cosθ+ secθ = 2 হয়, তবে cos10 θ + sec9 θ এর মান হবে-
উত্তরঃ 2
প্রশ্ন 52. গাছ থেকে 3 kg ভরের একটি নারিকেল নিচের দিকে পড়ে। বাতাসের বাধা 7.6 N হলে নারিকেলের মন্দন কত
উত্তরঃ Vote Statistics
প্রশ্ন 53. y = x2 x-অক্ষ, x = 0 এবং x = 3 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
উত্তরঃ 9
প্রশ্ন 54. কোন ইমিউনো গ্লোবিউলিন মায়ের গ্লাসেন্টা অতিক্রম করে বাচ্চার শরীরে প্রবেশ করে?
উত্তরঃ IgG
প্রশ্ন 55. কোন উদ্ভিদের ফুলের নাম পুষ্পিকা?
উত্তরঃ ঘাস
প্রশ্ন 56. কোন মাছের দেহত্বক গ্যানয়েড আঁইশ দ্বারা আবৃত থাকে?
উত্তরঃ Portopterus
প্রশ্ন 57. বহুপ্রান্তীয় অমরাবিন্যাস কোন উদ্ভিদে পাওয়া যায়?
উত্তরঃ লাউ-শশা
প্রশ্ন 58. কোষ বিভাজনের কোন পর্যায়ে সিন্যাপসিস ঘটে?
উত্তরঃ জাইগোটিন
প্রশ্ন 59. মানবদেহের পাকস্থলিতে কোন খাদ্য পরিপাক হয় না?
উত্তরঃ কার্বোহাইড্রেট
প্রশ্ন 60. ক্যারিওপসিস কোন গোত্রের বৈশিষ্ট্য?
উত্তরঃ Poaceae
প্রশ্ন 61. কোন প্রাণীর রেচন অঙ্গের নাম শিখা কোষ?
উত্তরঃ Fasciola
প্রশ্ন 62. কোন উদ্ভিদের ফুল অধিগর্ভ?
উত্তরঃ ঢেঁড়শ
প্রশ্ন 63. কোন মেমব্রেন দ্বারা উদ্ভিদ কোষের গহ্বর আবৃত থাকে?
উত্তরঃ Vote Statistics
প্রশ্ন 64. কোনটি এপিপাইনাস ফুলের উদাহরণ?
উত্তরঃ টমোটো
প্রশ্ন 65. কোন উদ্ভিদের পাতা যৌগিক নয়?
উত্তরঃ জাম
প্রশ্ন 66. টমোটো গাছের রোগ সৃষ্টিকারী ভাইরাস কোনটি?
উত্তরঃ Bushy Stunt
প্রশ্ন 67. ঘাসফড়িং-এর হৃদ প্রকোষ্ঠের চন্দ্রাকৃতির ছিদ্রকে বলা হয়-
উত্তরঃ অস্টিয়া
প্রশ্ন 68. ঘাস ফড়িং-এর ওমাডিয়ামে অবস্থিত কর্নিয়াজেন কোষের সংখ্যা কত?
উত্তরঃ 2 টি
প্রশ্ন 69. হাইড্রার দেহপ্রাচীরের কোন স্তরে পুষ্টিকোষ পাওয়া যায়?
উত্তরঃ গ্যাস্ট্রোডার্মিস
প্রশ্ন 70. কোন উদ্ভিদে কাণ্ডে বন্ধ ভাস্কুলার বান্ডল দেখা যায়?
উত্তরঃ গম
প্রশ্ন 71. কোন প্রাণীর পদ ও প্রাজাতী নাম একই হলে তাকে বলা হয়-
উত্তরঃ টটোনিম
প্রশ্ন 72. মানব ভ্রুণের সর্ববস্থিঃস্থ আবরণকে বলা হয়-
উত্তরঃ কোরিওন
প্রশ্ন 73. লিথাল জীনের কারণে কোন রোগ হয়?
উত্তরঃ হিমোফিলিয়া ও থ্যালাসোমিয়া
প্রশ্ন 74. স্থায়ী বৃতি দেখা যায় উদ্ভিদের কোন গোত্রে?
উত্তরঃ Solanaceae
প্রশ্ন 75. রুই মাছের ফুলকার প্রতি সারি ল্যামেলাকে বলা হয়?
উত্তরঃ হেমিব্রাঙ্ক
প্রশ্ন 76. স্পাইকলেট পুষ্প .... কোন উদ্ভিদে দেখাযায়?
উত্তরঃ ভুট্টা
প্রশ্ন 77. কোন পর্বের প্রাণীতে পিনাকোডার্ম ও কোয়ানোডার্ম নামকে দুটি কোষীয় স্তর থাকে?
উত্তরঃ পরিফেরা
প্রশ্ন 78. কোনটি সিনোসাইটিক শৈবাল?
উত্তরঃ Vouchia
প্রশ্ন 79. যদি sinθ+ cosecθ= 2sin 𝜃+ 𝑐𝑜𝑠𝑒𝑐𝜃= 2 হয়, তবে sin20θ+cosec21θএর মান হবে-
উত্তরঃ 2
প্রশ্ন 80. কোন কণার উপর ক্রিয়ারত দুইটি সমান বলের লব্ধির বর্গ তাদের গুণফলের তিনগুণ হলে বলদ্বয়ের অন্তর্গত বে কোণ কত?
উত্তরঃ 60°
প্রশ্ন 81. x2−y2=18 অধিবৃত্তের ফোকাসদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত একক?
উত্তরঃ 12
প্রশ্ন 82. দ্বিঘাত সমীকরণের একটি মূল 𝑖7 হলে অপর মূল কোনটি?
উত্তরঃ 1
প্রশ্ন 83. 𝑖9+𝑖10+𝑖11+𝑖12+𝑖13=?(যেখানে i = √−1 )
উত্তরঃ i
প্রশ্ন 84. (4, 5) বিন্দু হতেx2+y2+2x+4y+1=0𝑥2+𝑦2+2𝑥+𝑦+1=0বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কোনটি?
উত্তরঃ 5x + 7y + 15 = 0
প্রশ্ন 85. A, B এবং C ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে 5 ×4 ,4 × 5 এবং 5 ××3 হলে (AB)T C ম্যাট্রিক্সের মাত্রা হবে-
উত্তরঃ 4×4
প্রশ্ন 86. C ভাষায় লেখা প্রোগ্রামকে কি কোড বলা হয়?
উত্তরঃ সোর্স কোড
প্রশ্ন 87. কোন ভাষার মাধ্যমে কম্পিউটারের মেমরি-অ্যাড্রেসের সাথে সরাসরি সংযোগ সাধন সম্ভব?
উত্তরঃ মেশিন ভাষা
প্রশ্ন 88. নিচের কোনটি ভার্চুয়াল রিয়েলিটির অংশ নয়?
উত্তরঃ আন্তর্জাতিকীকরণ
প্রশ্ন 89. ASCII কোড কত বিটের?
উত্তরঃ 8
প্রশ্ন 90. নিচের কোনটি ওয়‍্যারলেস MAN এর উদাহরণ?
উত্তরঃ ওয়াই-ম্যাক্স