রাজশাহী বিশ্ববিদ্যালয় C Unit (বিজ্ঞান ) গ্রুপ ২ , ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ
Questions And Answers
প্রশ্ন 1.একটি হুইটস্টোন ব্রিজের চার বায়ুতে যথাক্রমে 100 Ω, 300 Ω, 24 Ω এবং 60 Ω রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে সংযুক্ত করলে ব্রিজটি ভারসাম্য অবস্থায় আসবে?
উত্তরঃ Vote Statistics
প্রশ্ন 2.20 cm ফোকাস দূরত্বের একটি পাতলা উত্তল লেন্স 30 cm দূরত্বে রাখা একটি বস্তুর বাস্তব প্রতিবিম্ব তৈরি করে। যদি 6 cm পুরুত্ব ও 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি কাঁচের পাত প্রতিবিম্বের পথে স্থাপন করা হয় তবে চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থানে কী পরিবর্তন হবে?
উত্তরঃ প্রতিবিম্বটি লেন্সের দিকে 2 cm কাছে আসবে
প্রশ্ন 3.127° C ও 27° C তাপমাত্রার মধ্যে কর্মরত একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা-
উত্তরঃ 25%
প্রশ্ন 4.একটি সাধারণ ট্রানজিষ্টরের কারেন্ট গেইন ফ্যাক্টর
উত্তরঃ 49
প্রশ্ন 5.4 cm ব্যাসার্ধের একটি চার্জিত গোলকের চার্জের তল ঘনত্ব 2.5 একক। ঐ গোলকে সঞ্চিত চার্জের পরিমাণ কত একক?
উত্তরঃ 202.4
প্রশ্ন 6.নিচের কোনটি সঠিক নয়?
উত্তরঃ এক্স রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়
প্রশ্ন 7.একটি স্প্রিং যদি দ্বিগুণ সংকোচিত বা প্রসারিত করা হয় তাহলে বিভব শক্তি কিভাবে পরিবর্তিত হবে?
উত্তরঃ চারগুণ হবে
প্রশ্ন 8.গতিশক্তি ও ভরবেগের সমীকরণ একটি-
উত্তরঃ পরাবৃত্ত
প্রশ্ন 9.একটি স্থির বস্তুর ভর 22000 kg। একটি বল 10.5 sec বস্তুটির উপর কাজ করায় বস্তুটির বেগ 13.6 ms-1 হলে বলের মান কত?
উত্তরঃ 28495 N
প্রশ্ন 10.2 kg ভরের একটি ব্লককে একটি অনুভূমিক তলের উপর দিয়ে কত বলে টানলে বস্তুটি সমবেগে চলবে? (গতীয় ঘর্ষণ গুণাঙ্ক = 0.1)
উত্তরঃ 1.96 N
প্রশ্ন 11.একটি ইয়ংয়ের দ্বি-চিড় পরীক্ষণে চিড় দুটির মধ্যবর্তী দূরত্ব 0.4 mm। চিড়ের সমান্তরালে 1 m দূরত্বে স্থাপিত পর্দায় ডোরা সৃষ্টি করা হলো। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 3100Å হলে, দ্বাদশ উজ্জ্বল ডোরার দূরত্ব কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে কত?
উত্তরঃ 9.3 mm
প্রশ্ন 12.200 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীতে 1A তড়িৎ প্রাবহিত হলে 0.02 Wb চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। কুন্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত?
উত্তরঃ 4 H
প্রশ্ন 13.একটি গ্যাসের আয়তন 500 mL. এবং তাপমাত্রা 300 K। যদি চাপ অপরিবর্তিত থাকে এবং তাপমাত্রা 600 K করা হয়, তাহলে নতুন আয়তন কত হবে?
উত্তরঃ 1L
প্রশ্ন 14.একটি ইস্পাতের তারের ব্যাস 0.24 cm। তারটিতে 3.6 kg ভর ঝুলানো হলে পীড়ন কত?
উত্তরঃ 7.8×106 𝑁𝑚-2
প্রশ্ন 15.একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত ms-1 বেগে চললে 6 ms-1 বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 60° কোণে পড়বে?
উত্তরঃ 6√3
প্রশ্ন 16.একটি তামার তারের প্রাথমিক দৈর্ঘ্য 2m ব্যাসার্ধ 2 mm এবং রোধ 0.5 Ω। যদি তারটিকে সমানভাবে টেনে এর দৈর্ঘ্য চারগুণ করা হয় কিন্তু আয়তন অপরিবর্তিত থাকে, তাহলে আপেক্ষিক রোধ কত শতাংশ পরিবর্তিত হবে?
উত্তরঃ 0%
প্রশ্ন 17.3 kg ভরের একটি বন্দুক থেকে 210 g ভরের একটি গুলি 100 ms-1 বেগে বের হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত ms-1?
উত্তরঃ 7.0
প্রশ্ন 18.একটি ইলেকট্রন ও একটি প্রোটন উভয়েরই ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান। উক্ত শর্তে নিচের কোন বিবৃতিটি সত্য-
উত্তরঃ ইলেকট্রন ও প্রোটনের ভরবেগ সমান
প্রশ্ন 19.শূন্যস্থানে আলোর বেগ 3×3×108×𝑚-1 হলে 1.5 প্রতিসরাংকের একটি তরলে আলোর বেগ কত?
উত্তরঃ 2×108ms−12×108ms−12×108ms−12×108ms−1
প্রশ্ন 20.একটি বস্তুর সরণ ও সময়ের সম্পর্ক x=5t2+2t+3 দ্বারা প্রকাশিত হলে বস্তুটির প্রাথমিক বেগ কত?
উত্তরঃ 2ms−1
প্রশ্ন 21.কোনটি C4 উদ্ভিদ নয়?
উত্তরঃ আম
প্রশ্ন 22.নিচের কোন বৃক্ষটি নগ্নবীজী?
উত্তরঃ Thuja sp
প্রশ্ন 23.সাইকাস-এর স্ত্রী প্রজনন অঙ্গের নাম কী?
উত্তরঃ মেগাস্পোরিফিল
প্রশ্ন 24.হাইড্রায় কোন ধরনের চলনকে অ্যামিবয়েড চলন বলা হয়?
উত্তরঃ গ্লাইডিং
প্রশ্ন 25.কোন উদ্ভি দে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে না?
উত্তরঃ কলাবতী
প্রশ্ন 26.ঘাসফড়িং-এর ওমাটিডিয়ামে অবস্থিত ভাইট্রালি কোষের সংখ্যা কত?
উত্তরঃ 4 টি
প্রশ্ন 27.মানুষের রক্তে রক্তকণিকা ও রক্তরসের অনুপাত কত?
উত্তরঃ 9 : 11
প্রশ্ন 28.কোন প্রাণীকে লার্ভা দশায় নটোকর্ড থাকে?
উত্তরঃ Ascidia
প্রশ্ন 29.মানব ভ্রুণের মেসোডার্মের কোন স্তর থেকে শুক্রাশয় ও ডিম্বাশয় তৈরি হয়?
প্রশ্ন 38.যদি 500 K তাপমাত্রায় 10.0 L গ্যাসকে 250 K তাপমাত্রায় আনা হয় এবং গ্যাসটি আদর্শ অবস্থা থেকে বিচ্যুতি হওয়ার আয়তন 20% বৃদ্ধি পায়, তবে গ্যাসটির চূড়ান্ত আয়তন কত লিটার?
উত্তরঃ 6.0
প্রশ্ন 39.6 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি?