রাজশাহী বিশ্ববিদ্যালয় C Unit (অবিজ্ঞান ) গ্রুপ ৩ , ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ


Questions And Answers


প্রশ্ন 1. বালুচর কাব্যের কবিকে উপাধি দেওয়া হয়েছে-
উত্তরঃ পল্লি-কবি
প্রশ্ন 2. ছোট বকুলপুরের যাত্রী কোন ধরনের রচনা?
উত্তরঃ গল্প
প্রশ্ন 3. 'মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম' উক্তিটি করেছেন-
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
প্রশ্ন 4. Arrears শব্দের পরিভাষা কোনটি?
উত্তরঃ বকেয়া টাকা
প্রশ্ন 5. কোন শব্দের বানান নির্দিষ্টরূপে থাকবে?
উত্তরঃ A ও B
প্রশ্ন 6. কণ্ঠ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
উত্তরঃ কন্‌ঠো
প্রশ্ন 7. 'বিদ্রোহী' কবিতায় প্রতিভাত-
উত্তরঃ দ্রোহ
প্রশ্ন 8. 'বিষে ভরা বাণে'র বিনিময়ে কবি দিতে চান-
উত্তরঃ বুকভরা গান
প্রশ্ন 9. ব্যঞ্জনাময় বা কঠিন কথা সহজ-সরল ভাবে প্রকাশ পায় কোনটিতে?
উত্তরঃ B ও C
প্রশ্ন 10. Bankrupt শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
উত্তরঃ দেউলিয়া
প্রশ্ন 11. 'বর্মা মুলুকে' কিছুদিন কাটিয়েছেন- কোন লেখক?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্ন 12. তাঁর পিঠে কী ছিলো?
উত্তরঃ রক্ত জবার মতো ক্ষত
প্রশ্ন 13. 'যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না।'- কথাটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ আমার পথ
প্রশ্ন 14. 'অজগরের মতো' বাক্যাংশটি নিচের কোনটির সাথে তুলনীয়?
উত্তরঃ দীর্ঘ রেলগাড়ি
প্রশ্ন 15. 'মুসলমানীর গল্প' কোন গল্পকারের লেখা শেষ গল্প?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন 16. 'শূন্য নদীর তীরে' কে পড়ে রইলেন?
উত্তরঃ কবি
প্রশ্ন 17. পূর্বপদ ও উত্তরপদ মিলে সমাসনিষ্পন্ন পদকে বলা হয়-
উত্তরঃ সমস্তপদ
প্রশ্ন 18. শ্বাশুড়ি শব্দের শুদ্ধরূপ-
উত্তরঃ শাশুড়ি
প্রশ্ন 19. 'আমি একা নই' তবে সঙ্গে কতজন ছিল?
উত্তরঃ দশ-বারো জন
প্রশ্ন 20. পুষ্পারতি শব্দের অর্থ হলো-
উত্তরঃ A, B ও C
প্রশ্ন 21. 'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?' উক্তিটি কে করেছিলেন?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্ন 22. 'বিবাহের' কতদিন পূর্বে তিনি আমাকে দেখেছিলেন?
উত্তরঃ তিনদিন
প্রশ্ন 23. করাচি থেকে লালসালু উপন্যাসের উর্দু অনুবাদ কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৯৬০
প্রশ্ন 24. মিসক্রিয়ান্ট শব্দটি ব্যবহার করেন-
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
প্রশ্ন 25. সিরাজউদ্দৌলা নাটকে কোন ইংরেজকে বোরকা পরানো হয়েছিল?
উত্তরঃ ক্লাইভ
প্রশ্ন 26. One who believes in the power of fate is _______
উত্তরঃ a fatalist
প্রশ্ন 27. I wish he _____ stop talking.
উত্তরঃ would
প্রশ্ন 28. A posthumous award is given ______
উত্তরঃ after a person has died
প্রশ্ন 29. Which of the following is incorrect?
উত্তরঃ When was it happened?
প্রশ্ন 30. 'State of the art is' ______
উত্তরঃ using the most advanced techniques
প্রশ্ন 31. 'Metrology' is the scientific study of _______
উত্তরঃ measurement
প্রশ্ন 32. He has a priceless collection of antiques. The underlined word means :
উত্তরঃ valuable
প্রশ্ন 33. Choose the correct sentence.
উত্তরঃ Tomorrow I will go shopping in the morning.
প্রশ্ন 34. A 'simile' is ______
উত্তরঃ an explicit comparison
প্রশ্ন 35. The antonym of 'epilogue' is-
উত্তরঃ prologue
প্রশ্ন 36. Which is not a synonym for aesthetic?
উত্তরঃ Grotesque
প্রশ্ন 37. 'Couplet' relates to -
উত্তরঃ poetry
প্রশ্ন 38. This must not happen again, _______ you will be dismissed.
উত্তরঃ or
প্রশ্ন 39. Identify the odd word:
উত্তরঃ Castle
প্রশ্ন 40. Which of the following is a plural form?
উত্তরঃ Media
প্রশ্ন 41. He ran fast lest he ______ miss the bus.
উত্তরঃ should
প্রশ্ন 42. He visited the archive with a view to _____ a rare document.
উত্তরঃ finding
প্রশ্ন 43. Which word is correctly spelt?
উত্তরঃ finale
প্রশ্ন 44. If I had known you were coming, _____
উত্তরঃ I would have gone to the station
প্রশ্ন 45. Masculine gender of deer is -
উত্তরঃ buck
প্রশ্ন 46. We entered _____ thick of the forest.
উত্তরঃ the
প্রশ্ন 47. He had his car stolen while _______
উত্তরঃ he was shopping
প্রশ্ন 48. How dare he _______ that!
উত্তরঃ do
প্রশ্ন 49. Choose the pair that best expresses a relationship similar to that of 'Honey: bee':
উত্তরঃ Sculptor : Statue
প্রশ্ন 50. Hospitable' means _______
উত্তরঃ pleased to welcome guests
প্রশ্ন 51. সার্কভুক্ত কোন দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই?
উত্তরঃ মালদ্বীপ
প্রশ্ন 52. মধ্যপ্রাচ্যের অনারব মুসলিম দেশ কোনটি?
উত্তরঃ ইরান
প্রশ্ন 53. প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ কাঠমুন্ডু
প্রশ্ন 54. কাজী নজরুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয়?
উত্তরঃ ৪ মে ১৯৭২
প্রশ্ন 55. ২০৩৪ সালে ২৫তম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ সৌদি আরব
প্রশ্ন 56. 'NAM' এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Non Aligned Movement
প্রশ্ন 57. কোন জনগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়?
উত্তরঃ আইনু
প্রশ্ন 58. ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
উত্তরঃ ৪৬তম ও ৪৭তম
প্রশ্ন 59. বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত?
উত্তরঃ তুরস্ক
প্রশ্ন 60. 'শুভ সন্ধ্যা' সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ বরগুনা
প্রশ্ন 61. পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তরঃ এভারেস্ট
প্রশ্ন 62. নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত?
উত্তরঃ সমুদ্র সম্পদ
প্রশ্ন 63. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
উত্তরঃ চার
প্রশ্ন 64. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"- এ গানের প্রথম সুরকার কে?
উত্তরঃ আব্দুল লতিফ
প্রশ্ন 65. নিচের কোনটির স্থপতি লুই আইকান?
উত্তরঃ বাংলাদেশ জাতীয় সংসদ
প্রশ্ন 66. জনসংখ্যার ঘনত্ব শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ মোনাকো
প্রশ্ন 67. E-mail ঠিকানায় 'com' দ্বারা কী বোঝায়?
উত্তরঃ commercial
প্রশ্ন 68. ব্রিকস (BRICS) এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ১০
প্রশ্ন 69. কোন দেশের ডাকটিকিটে দেশের নাম নাই?
উত্তরঃ যুক্তরাজ্য
প্রশ্ন 70. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়?
উত্তরঃ রোবটিক্স
প্রশ্ন 71. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোন জেলায়?
উত্তরঃ পাবনা
প্রশ্ন 72. অলিম্পিকের পতাকায় পাঁচটি চক্র প্রতিনিধিত্ব করে-
উত্তরঃ মহাদেশ
প্রশ্ন 73. বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে আবু সাঈদ শহীন হন কবে?
উত্তরঃ ১৬ জুলাই ২০২৪
প্রশ্ন 74. বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
উত্তরঃ পুণ্ড্র
প্রশ্ন 75. ১৯৭১ সালে স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি?
উত্তরঃ জাগ্রত চৌরঙ্গী
প্রশ্ন 76. বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে?
উত্তরঃ ১৯৫৫
প্রশ্ন 77. আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ১৮০
প্রশ্ন 78. নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয়?
উত্তরঃ শূন্য ক্ষুধা
প্রশ্ন 79. মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ-
উত্তরঃ ইরাক
প্রশ্ন 80. দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি?
উত্তরঃ সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর