রাষ্ট্রীয় ব্যবসা


Questions And Answers


প্রশ্ন 1. প্রধানত জনকল্যাণের জন্য গঠিত হয় কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?
উত্তরঃ রাষ্ট্রীয়
প্রশ্ন 2. নিচের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের অর্থব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে কাজ করে?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক
প্রশ্ন 3. বাংলাদেশ সরকার চীন ও ভারতের সুপ্রতিষ্ঠিত দুটি ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে ঢাকাসহ বড় বড় বিভাগীয় শহরে মেট্রোরেল চালুর প্রকল্প গ্রহণ করেছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের?
উত্তরঃ সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক
প্রশ্ন 4. কোনটি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার অধীনস্থ প্রতিষ্ঠান?
উত্তরঃ BPBC
প্রশ্ন 5. যমুনা সার কারখানা কোন সংস্থার অধীন?
উত্তরঃ BCIC
প্রশ্ন 6. বাংলাদেশে PPP ব্যবসায় গড়ে উঠছে না, কারণ–
উত্তরঃ i. সরকারি খাত দক্ষ নয় ii. বেসরকারি খাত আর্থিকভাবে সমৃদ্ধ নয় iii. পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে উঠেনি
প্রশ্ন 7. সম্প্রতি সরকার নিজস্ব একটি প্রতিষ্ঠানের ৪৫ ভাগ শেয়ার বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বর্তমান ধরন কী?
উত্তরঃ রাষ্ট্রীয়
প্রশ্ন 8. মালয়েশিয়ার কর্মসংস্থান মন্ত্রণালয় ডিজিটালাইজেশন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে আগামী ৫ বছরে ২,০০০ কর্মী মালয়েশিয়ায় নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে।
উত্তরঃ G2G
প্রশ্ন 9. BRTA কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তরঃ সড়ক ও সেতু
প্রশ্ন 10. WASA কোন মালিকানায় প্রতিষ্ঠিত?
উত্তরঃ সরকারি
প্রশ্ন 11. রাষ্ট্রীয় ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র হলো–
উত্তরঃ i. ভারী ও যৌগিক শিল্প ii. জনস্বার্থ সম্পৃক্ত প্রতিষ্ঠান
প্রশ্ন 12. BTTB এর পরিবর্তিত নাম কোনটি?
উত্তরঃ BTCL
প্রশ্ন 13. রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কী?
উত্তরঃ জনকল্যাণ
প্রশ্ন 14. রাষ্ট্রপতির অধ্যাদেশবলে গঠিত কোম্পানি কোনটি?
উত্তরঃ বিধিবদ্ধ
প্রশ্ন 15. বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা কোন ধরনের সংগঠন?
উত্তরঃ স্বায়ত্তশাসিত সংগঠন
প্রশ্ন 16. বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা?
উত্তরঃ শিল্প
প্রশ্ন 17. সরকার ও ব্যক্তিমালিকানায় পরিচালিত ব্যবসায়ের কত ভাগ শেয়ার সরকারের থাকে?
উত্তরঃ ৫১ ভাগ
প্রশ্ন 18. কোন ব্যবসায় সংগঠন মূলত জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত?
উত্তরঃ রাষ্ট্রীয়
প্রশ্ন 19. নিচের কোন সংস্থাটি সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন?
উত্তরঃ BCIC
প্রশ্ন 20. রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো–
উত্তরঃ i. জনকল্যাণমুখী প্রতিষ্ঠান ii. রাষ্ট্রীয় পরিচালনা ও নিয়ন্ত্রণ iii. চিরন্তন স্থায়িত্ব
প্রশ্ন 21. বাংলাদেশের ইউরিয়া সার কারখানাগুলো সরকারি কোন সংস্থার অধীন?
উত্তরঃ বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা
প্রশ্ন 22. PPP- এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Public Private Partnership
প্রশ্ন 23. রাষ্ট্রীয় ব্যবসায়ে লোকসানের ফলে বৃদ্ধি পায় কোনটি?
উত্তরঃ জাতীয় ঋণ
প্রশ্ন 24. টেলিটক কোন ব্যবসায়ের অন্তর্গত?
উত্তরঃ রাষ্ট্রীয় ব্যবসায়
প্রশ্ন 25. কোন ব্যবসায়টি জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত?
উত্তরঃ রাষ্ট্রীয়
প্রশ্ন 26. কোনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বহির্ভূত?
উত্তরঃ পল্লী বিদ্যুৎ
প্রশ্ন 27. কর্ণফুলী পেপার মিল কোন সংস্থার অন্তর্ভুক্ত?
উত্তরঃ BCIC
প্রশ্ন 28. রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি?
উত্তরঃ জনকল্যাণ
প্রশ্ন 29. রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের উদ্দেশ্য হচ্ছে–
উত্তরঃ i. জনকল্যাণ সাধন করা ii. বেকার সমস্যা সাধন iii. একচেটিয়া ব্যবসা রোধ করা
প্রশ্ন 30. রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের উদ্যোগ নেওয়া হয় কোনটির জন্য?
উত্তরঃ জনকল্যাণের জন্য
প্রশ্ন 31. বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে কে?
উত্তরঃ যোগাযোগ মন্ত্রণালয়