রেইনকোট (আখতারুজ্জামান ইলিয়াস)


Questions And Answers


প্রশ্ন 1. ‘রেইনকোট’ গল্পে ব্যবহৃত রেইনকোটটি কার?
উত্তরঃ মুক্তিযোদ্ধা মিন্টুর
প্রশ্ন 2. আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৯৪৩
প্রশ্ন 3. আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ গাইবান্ধা
প্রশ্ন 4. দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
প্রশ্ন 5. “ভোর রাত থেকে বৃষ্টি”— কোন রচনার শুরুতেই উল্লিখিত হয়েছে?
উত্তরঃ রেইনকোট
প্রশ্ন 6. নুরুল হুদার জীবনের কী বারের ঘটনা ‘রেইনকোট' গল্প আকারে উপস্থাপিত?
উত্তরঃ মঙ্গল বার
প্রশ্ন 7. 'রেইনকোট' গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে?
উত্তরঃ পিওনকে
প্রশ্ন 8. পিওনকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে। 'রেইনকোট' গল্পে নুরুল হুদার এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
উত্তরঃ সংশয় কেটে যাওয়ার আনন্দ
প্রশ্ন 9. ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে কী ধ্বংস করে দেয়?
উত্তরঃ বৈদ্যুতিক ট্রান্সফর্মার
প্রশ্ন 10. পিওনকে দেখে সবাই তটস্থ কেন?
উত্তরঃ মিলিটারির সাথে সুসম্পর্ক বলে
প্রশ্ন 11. পিওনকে দেখে সবাই তটস্থ কেন?
উত্তরঃ মিলিটারির সাথে সুসম্পর্ক বলে
প্রশ্ন 12. ‘রেইনকোট' গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে?
উত্তরঃ ইসহাক মিয়া
প্রশ্ন 13. পাকিস্তান বাঁচাতে হলে স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাতে হবে— এ নিবেদনটি করেছে-
উত্তরঃ প্রিনসিপ্যাল
প্রশ্ন 14. পাকিস্তানকে বাঁচাতে স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটানোর কথা কেন বলা হয়েছে?
উত্তরঃ অধিকার আদায়ের স্মারক নিশ্চিহ্ন করতে
প্রশ্ন 15. 'রেইনকোট' গল্পে প্রিন্সিপাল কেন সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাতে মিলিটারির নিকট নিবেদন করেছিল?
উত্তরঃ চেতনা বহন করত বলে
প্রশ্ন 16. ডক্টর আফাজ আহমদ 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলতে বুঝিয়েছেন-
উত্তরঃ শহিদ মিনার
প্রশ্ন 17. প্রিন্সিপালের মতে পাকিস্তানকে বাঁচাতে হলে করতে হবে— i. দোয়া ii. স্থাপত্য উচ্ছেদ iii. শহিদ মিনার হটানো নিচের কোনটি সঠিক?
উত্তরঃ ii ও iii
প্রশ্ন 18. রেইনকোট' গল্পে 'আন অথারাইজড কনস্ট্রাকশন' বলতে বোঝানো হয়েছে—
উত্তরঃ শহিদ মিনার
প্রশ্ন 19. কলেজে ক্লাস বন্ধ থাকার মূল কারণ ছিল— i. বন্যা ii. মিলিটারি ক্যাম্প iii. শীতকালীন বন্ধ নিচের কোনটি সঠিক?
উত্তরঃ ii
প্রশ্ন 20. রেইনকোট' গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায় ছিল?
উত্তরঃ জিমন্যাশিয়াম
প্রশ্ন 21. রেইনকোটটি' মূলত— i. মুক্তিযুদ্ধের প্রেরণার প্রতীক ii. প্রতিবাদের ও সাহসের প্রতীক iii. অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 22. 'রেইনকোট' গল্পে উল্লিখিত প্রিন্সিপাল। i. সুযোগসন্ধানী ii. দেশবিরোধী iii. তোষামুদে নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 23. ‘রেইনকোট' গল্পে রেইনকোটটি কার?
উত্তরঃ মিন্টুর
প্রশ্ন 24. রেইনকোট' গল্পে রেইনকোটটি কীসের প্রতীক?
উত্তরঃ দেশপ্রেম
প্রশ্ন 25. মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদা কোথায় যাচ্ছিল?
উত্তরঃ আত্মরক্ষা
প্রশ্ন 26. রেইনকোট' গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কী ছিল?
উত্তরঃ অস্ত্র
প্রশ্ন 27. ‘রেইনকোট' গল্পে মিন্টু জুন মাসের কত তারিখে যুদ্ধে যোগ দেন?
উত্তরঃ ২৩
প্রশ্ন 28. 'আব্বু ছোটোমামা হয়েছে। আব্বু ছোটোমামা হয়েছে।'- ছোটোমামা কে?
উত্তরঃ মিন্টু
প্রশ্ন 29. ‘রেইনকোট' গল্পে ভীতু প্রকৃতির নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিলে তার মধ্যে সঞ্চারিত হয়-
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 30. 'রেইনকোট' গল্পে ছোটোমামা কে?
উত্তরঃ মিন্টু
প্রশ্ন 31. 'এ তো ভাবনার কথা'- যে ভাবনার কথা বলা হয়েছে-
উত্তরঃ অস্তিত্ব সংকট নিয়ে ভাবনা
প্রশ্ন 32. 'রেইনকোট' গল্পে প্রিন্সিপাল কাকে তোয়াজ করে?
উত্তরঃ আকবর সাজিদকে
প্রশ্ন 33. কোন ঋতুর শেষের বৃষ্টিতে ‘রেইনকোট' গল্পের নুরুল হুদার শীত শীত ভাব হয়?
উত্তরঃ শেষ হেমন্তের
প্রশ্ন 34. 'একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে পাঁচটা খানসেনা খতম।' তথ্যটি 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায়?
উত্তরঃ দোকানদার
প্রশ্ন 35. 'রেইনকোট' গল্পে স্টেট বাসের রং ছিল—
উত্তরঃ লাল
প্রশ্ন 36. ‘সেই চোখ ভরা ভয়, কেবল ভয়’– 'রেইনকোট' গল্পে যার সম্পর্কে বলা হয়েছে-
উত্তরঃ পকেটমার
প্রশ্ন 37. রেইনকোটের পানি বাসে গড়ালেও কথককে কেউ কিছু বলেনি কেন?
উত্তরঃ ভয়ে
প্রশ্ন 38. উদ্দীপক এবং 'রেইনকোট' গল্পে মূলত কোন বিষয়টি আমাদের মনে দাগ কাটে?
উত্তরঃ স্বাজাত্যবোধ ও দেশপ্রেম
প্রশ্ন 39. 'আরে রাখো রাখো' বলতে বলতে কত জন প্যাসেঞ্জার বাস থেকে নেমে পড়েছিল?
উত্তরঃ ৩ জন
প্রশ্ন 40. নুরুল হুদার সমস্ত ভালো লাগাটা চিড় খায় কখন ?
উত্তরঃ হঠাৎ বাস ব্রেক কষলে
প্রশ্ন 41. গেট তোড় গিয়া’ রেইনকোট গল্পে উক্তিটি কার সঙ্গে নৈকট্যপূর্ণ?
উত্তরঃ পিওন
প্রশ্ন 42. ‘রেইনকোট' গল্পে বর্ণিত “ক্রাক-ডাউন রাত” বলতে লেখক কোন ঘটনার কথা বলেছেন? i. ২৫ শে মার্চ দিবাগত রাতের ঘটনা ii. গণহত্যা দিবসের ঘটনা iii. মুক্তিবাহিনী কর্তৃক আক্রমনের রাতগুলো নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 43. 'প্রিনসিপালের কালো মুখ বেগুনি হয় – কেন?
উত্তরঃ ভয়ে
প্রশ্ন 44. 'রেইনকোট' গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন?
উত্তরঃ রসায়ন
প্রশ্ন 45. ‘রেইনকোট' গল্পে নুরুল হুদা কোন কলেজের প্রভাষক ?
উত্তরঃ ঢাকা কলেজ
প্রশ্ন 46. ‘রেইনকোট' গল্পে প্রিন্সিপালের নাম কী?
উত্তরঃ ড. আফাজ আহমদ
প্রশ্ন 47. 'রেইনকোট' গল্পের নুরুল হুদা পেশায় কী ছিলেন?
উত্তরঃ প্রভাষক
প্রশ্ন 48. নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনীর তলব করার কারণ কী? i. মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে ii মুক্তিযোদ্ধার সহযোগী সন্দেহে iii. মুক্তিযোদ্ধা হিসেবে সন্দেহে নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 49. 'রেইনকোট' গল্পে 'প্রিন্সিপাল' কেমন প্রকৃতির মানুষ।
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 50. 'রেইনকোট' গল্পে আলমারিগুলো আনা হয়েছিল — i. বোটানি বিভাগের জন্যii. ইংরেজি বিভাগের জন্যiii. বাংলা বিভাগের জন্য নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 51. নুরুল হুদা মিসক্রিয়েন্টদের সাথে সম্পর্কযুক্ত স্বীকার করেন যে কারণে-
উত্তরঃ রেইনকোর্টের প্রভাবে
প্রশ্ন 52. মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কী বলে মনে হয়?
উত্তরঃ স্রেফ উৎপাত
প্রশ্ন 53. রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদা অনুভব করে—
উত্তরঃ ওম
প্রশ্ন 54. 'কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই আছে'।- এ বাক্যে 'ওম' প্রতীকের অন্তরালে কোন বিষয়টি লুকায়িত?
উত্তরঃ চেতনা
প্রশ্ন 55. 'জ্বলে-পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়”— উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
উত্তরঃ নুরুল হুদা
প্রশ্ন 56. ‘রেইনকোট' গল্পটি পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে— i. মুক্তিযোদ্ধার স্বরূপ ii. সাধারণ ব্যক্তির মুক্তিযুদ্ধের চেতনা iii. পাক বাহিনীর বর্বরতা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 57. চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন?
উত্তরঃ মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়
প্রশ্ন 58. সাবভার্সিভ অ্যাকটিভিটিজ' বলতে কী বোঝায়?
উত্তরঃ যুদ্ধবিরোধী কার্যক্রম
প্রশ্ন 59. ‘মিসক্রিয়েন্টরা সব খতম।'— এখানে 'মিসক্রিয়েন্ট' বলতে কাদের বোঝানো হয়েছে?
উত্তরঃ মুক্তিফৌজ
প্রশ্ন 60. ‘রেইনকোট' গল্পে রেইনকোট কীসের তাৎপর্য বহন করে?
উত্তরঃ মুক্তিযুদ্ধের চেতনার
প্রশ্ন 61. ‘রেইনকোট' গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তরঃ জাল স্বপ্ন স্বপ্নের জাল