প্রশ্ন 34.'একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে পাঁচটা খানসেনা খতম।' তথ্যটি 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায়?
উত্তরঃ দোকানদার
প্রশ্ন 35.'রেইনকোট' গল্পে স্টেট বাসের রং ছিল—
উত্তরঃ লাল
প্রশ্ন 36.‘সেই চোখ ভরা ভয়, কেবল ভয়’– 'রেইনকোট' গল্পে যার সম্পর্কে বলা হয়েছে-
উত্তরঃ পকেটমার
প্রশ্ন 37.রেইনকোটের পানি বাসে গড়ালেও কথককে কেউ কিছু বলেনি কেন?
উত্তরঃ ভয়ে
প্রশ্ন 38.উদ্দীপক এবং 'রেইনকোট' গল্পে মূলত কোন বিষয়টি আমাদের মনে দাগ কাটে?
উত্তরঃ স্বাজাত্যবোধ ও দেশপ্রেম
প্রশ্ন 39.'আরে রাখো রাখো' বলতে বলতে কত জন প্যাসেঞ্জার বাস থেকে নেমে পড়েছিল?
উত্তরঃ ৩ জন
প্রশ্ন 40.নুরুল হুদার সমস্ত ভালো লাগাটা চিড় খায় কখন ?
উত্তরঃ হঠাৎ বাস ব্রেক কষলে
প্রশ্ন 41.গেট তোড় গিয়া’ রেইনকোট গল্পে উক্তিটি কার সঙ্গে নৈকট্যপূর্ণ?
উত্তরঃ পিওন
প্রশ্ন 42.‘রেইনকোট' গল্পে বর্ণিত “ক্রাক-ডাউন রাত” বলতে লেখক কোন ঘটনার কথা বলেছেন? i. ২৫ শে মার্চ দিবাগত রাতের ঘটনা ii. গণহত্যা দিবসের ঘটনা iii. মুক্তিবাহিনী কর্তৃক আক্রমনের রাতগুলো নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i ও ii
প্রশ্ন 43.'প্রিনসিপালের কালো মুখ বেগুনি হয় – কেন?
উত্তরঃ ভয়ে
প্রশ্ন 44.'রেইনকোট' গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন?
উত্তরঃ রসায়ন
প্রশ্ন 45.‘রেইনকোট' গল্পে নুরুল হুদা কোন কলেজের প্রভাষক ?
প্রশ্ন 48.নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনীর তলব করার কারণ কী? i. মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে ii মুক্তিযোদ্ধার সহযোগী সন্দেহে iii. মুক্তিযোদ্ধা হিসেবে সন্দেহে নিচের কোনটি সঠিক?
প্রশ্ন 54.'কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই আছে'।- এ বাক্যে 'ওম' প্রতীকের অন্তরালে কোন বিষয়টি লুকায়িত?
উত্তরঃ চেতনা
প্রশ্ন 55.'জ্বলে-পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়”— উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
উত্তরঃ নুরুল হুদা
প্রশ্ন 56.‘রেইনকোট' গল্পটি পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে— i. মুক্তিযোদ্ধার স্বরূপ ii. সাধারণ ব্যক্তির মুক্তিযুদ্ধের চেতনা iii. পাক বাহিনীর বর্বরতা নিচের কোনটি সঠিক?
উত্তরঃ i, ii ও iii
প্রশ্ন 57.চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন?
উত্তরঃ মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়
প্রশ্ন 58.সাবভার্সিভ অ্যাকটিভিটিজ' বলতে কী বোঝায়?
উত্তরঃ যুদ্ধবিরোধী কার্যক্রম
প্রশ্ন 59.‘মিসক্রিয়েন্টরা সব খতম।'— এখানে 'মিসক্রিয়েন্ট' বলতে কাদের বোঝানো হয়েছে?