তাহারেই পড়ে মনে (সুফিয়া কামাল)


Questions And Answers


প্রশ্ন 1. ”তালে তালে দোদুল দোলে , নাচের নেশারচুর”-এখানে “তাল” কোন অর্থ প্রকাশ করছে ?
উত্তরঃ নৃত্যের একক
প্রশ্ন 2. " ডাক্তার বাবুর হাতযশ আছে।"এখানে 'হাত' অর্থ -
উত্তরঃ নিপুণতা
প্রশ্ন 3. 'বক দেখানো' এর অর্থ কী?
উত্তরঃ অশোভন আচরণ
প্রশ্ন 4. আমার কথা হলো, আমি কোনো দলেই থাকবোনা। এখানে 'কথা' অর্থ-
উত্তরঃ প্রতিশ্রুতি
প্রশ্ন 5. "Look before you leap" অর্থ কী?
উত্তরঃ ভাবিয়া করিও কাজ
প্রশ্ন 6. আমার কথা হলো, আমি কোনো দলেই থাকবোনা। এখানে 'কথা' অর্থ-
উত্তরঃ প্রতিশ্রুতি
প্রশ্ন 7. অর্থনীতিতে অভাব কি?
উত্তরঃ কিছু না পাওয়ার আকাঙ্ক্ষা
প্রশ্ন 8. ’পোলা’ কথাটির যথাযথ অর্থ কোনটি?
উত্তরঃ আর্যসমাজের চতুবর্ণের নিম্নতম বর্ণ
প্রশ্ন 9. ’ক্ষুরধারা’ কথাটির প্রকৃত অর্থ কোনটি?
উত্তরঃ ক্ষুরতুল্য ধারালো স্রোত
প্রশ্ন 10. মন্তব্য’ অর্থে কোনটি প্রযোজ্য?
উত্তরঃ Note
প্রশ্ন 11. ’মোটাও নয়, রোগাও নয়’ কথাটির অর্থ কোনটি?
উত্তরঃ দোহারা
প্রশ্ন 12. ’খরপরশা’ কথাটির প্রকৃত অর্থ কোনটি?
উত্তরঃ শাণিত বা ধারালো বর্শা
প্রশ্ন 13. ’অঞ্চল’ অর্থে কোনটি প্রযোজ্য?
উত্তরঃ Zone
প্রশ্ন 14. ’ভ্রমর’ অর্থে কোনটি শুদ্ধ নয়?
উত্তরঃ মধুময়
প্রশ্ন 15. 'Anatomy' অর্থ-
উত্তরঃ শরীরবিদ্যা
প্রশ্ন 16. ’তালে তালে দোদুল দোলে, নাচের নেশারচুর।’ এখানে ‘তাল’ কোন অর্থ প্রকাশ করছে?
উত্তরঃ নৃত্যের একক
প্রশ্ন 17. 'ভ্রমর' অর্থের কোনটি শুদ্ধ নয়?
উত্তরঃ মধুময়
প্রশ্ন 18. বিগড় ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ নষ্ট হওয়া
প্রশ্ন 19. Pamphletএর অর্থ -
উত্তরঃ পুস্তিকা
প্রশ্ন 20. “By Heart " এর অর্থ কী ?
উত্তরঃ মনে রাখা
প্রশ্ন 21. 'রাসভকর্ণ' অর্থ-
উত্তরঃ গাধার কান
প্রশ্ন 22. 'গদাই লস্করি চাল' কথাটির অর্থ-
উত্তরঃ দীর্ঘসূত্রতা
প্রশ্ন 23. ' The trial was held in camera' -এর অর্থ-
উত্তরঃ বিচারানুষ্ঠানটি পরিচালিত হয়েছিল গোপনে
প্রশ্ন 24. ’হাঁটুর বয়স’ অর্থ হল-
উত্তরঃ বালক বয়স
প্রশ্ন 25. ডালে ডালে কুসুম তার-এখানে ‘তার’ কোন অর্থ প্রকাশ করে?
উত্তরঃ সমূহ
প্রশ্ন 26. ’চাঁদের হাট’ অর্থ কী?
উত্তরঃ আনন্দের প্রাচুর্য্য
প্রশ্ন 27. ’শর্বরী’ কথাটির অর্থ কি?
উত্তরঃ রজনী
প্রশ্ন 28. ’পালের গোদা’ অর্থ কী?
উত্তরঃ সর্দার
প্রশ্ন 29. Rule Nisi এর অর্থ হচ্ছে-
উত্তরঃ আদালতের স্থায়ী আদেশ
প্রশ্ন 30. থরে বিথরে কথাটির অর্থ কী?
উত্তরঃ স্তরে স্তরে
প্রশ্ন 31. কোনটি স্ত্রীবাচক অর্থ
উত্তরঃ মহতী।
প্রশ্ন 32. হাটে হাঁড়ি ভাঙ্গা’ অর্থ
উত্তরঃ গোপন বিষয় প্রকাশ করা
প্রশ্ন 33. কোনটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
উত্তরঃ বটতলার উকিল
প্রশ্ন 34. চোখ খোলা রাখা’ কী অর্থে ব্যবহৃত হয়?
উত্তরঃ সতর্ক থাকা
প্রশ্ন 35. “গদাই লশকরি চাল’---কথাটি কী অর্থে প্রযােজ্য?
উত্তরঃ মন্থর গতি
প্রশ্ন 36. “অবরে-সবরে' কথাটির অর্থ কী?
উত্তরঃ কালে-ভদ্রে
প্রশ্ন 37. Rule Nisi - এর অর্থ হচ্ছে?
উত্তরঃ আদালতের স্থায়ী আদেশ
প্রশ্ন 38. Blank verse' অর্থ কি?
উত্তরঃ অমিত্রাক্ষর
প্রশ্ন 39. অ্যামিকাস কিউরিও অর্থ-
উত্তরঃ আদালতের মিত্র
প্রশ্ন 40. "The ship was scuttled" কথাটির অর্থ হল-
উত্তরঃ জহাজটি ডুবানো হল
প্রশ্ন 41. অর্থের দিক থেকে কোনটি সমশ্রেনির নয়?
উত্তরঃ রুইকাতলা
প্রশ্ন 42. ছি! ছি! তুমি এত খারপ? এখানে ‘ছি! ছি!’ কি অর্থ প্রকাশ করে?
উত্তরঃ ভাবের গভীরতা
প্রশ্ন 43. ’নিবন্ধ’ অর্থ-
উত্তরঃ বিধান
প্রশ্ন 44. ’বাস্তু ঘুঘু’ এর অর্থ-
উত্তরঃ প্রচ্ছন্ন শয়তান
প্রশ্ন 45. 'একাদশে বৃহস্পতি' অর্থ কী ?
উত্তরঃ সৌভাগ্যের বিষয়
প্রশ্ন 46. 'চাঁদের হাট' অর্থ কী ?
উত্তরঃ প্রিয়জন সমাগম
প্রশ্ন 47. 'ঊনপঞ্চাশ বায়ু' এর অর্থ কী ?
উত্তরঃ পাগলামি
প্রশ্ন 48. 'পাথরে পাঁচ কিল' এর ঠিক অর্থ হবে -
উত্তরঃ সৌভাগ্য
প্রশ্ন 49. কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে ?
উত্তরঃ উপসর্গ
প্রশ্ন 50. সততার চেয়ে অর্থছে অধিকতর মূল্যবান ঘনে করে কোল চরিত্র?
উত্তরঃ উমিচাঁদ
প্রশ্ন 51. 'চোখ খোলা রাখা' কী অর্থে ব্যবহৃত হয়?
উত্তরঃ সর্তক থাকা
প্রশ্ন 52. `The situation has come to a head'-এর অর্থ
উত্তরঃ পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে
প্রশ্ন 53. Lass এর অর্থ-
উত্তরঃ বালিকা
প্রশ্ন 54. `রচিয়া লহ না আজও গীতি’ এখানে ‘না’ কোন অর্থে ব্যবহৃত?
উত্তরঃ অনুরোধ
প্রশ্ন 55. ‘রাবণের চিতা’- এর অর্থঃ
উত্তরঃ চির অশান্তি
প্রশ্ন 56. নিচের কোনটিতে আভিধানিক অর্থ প্রযোজ্য?
উত্তরঃ মোটা টাকা
প্রশ্ন 57. ’সকাল সকাল এসো।’-এখানে ‘সকাল সকাল’ কী অর্থে ব্যবহৃত?
উত্তরঃ তাড়াতাড়ি
প্রশ্ন 58. "One man's meet is another man's poison"এর অর্থ কি?
উত্তরঃ কাকের মাংস কাক খায় না
প্রশ্ন 59. 'Bad workman quarrels with his tools' এর অর্থ হল ---
উত্তরঃ নাচতে না জানলে উঠান বাঁকা
প্রশ্ন 60. ’টিপাই’ অর্থ-
উত্তরঃ তিন পাটাযুক্ত টেবিল
প্রশ্ন 61. ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?
উত্তরঃ চেতনার