Translations


Questions And Answers


প্রশ্ন 1. ‘অনুগ্রহ করে এ কথাটি স্মরণে রাখবেন’ is —
উত্তরঃ Please remember it
প্রশ্ন 2. 'সে আমার আপন ভাই'
উত্তরঃ He is my brother
প্রশ্ন 3. ’সে ইংরেজীতে কাঁচা, তাই নয় কি?'
উত্তরঃ He is weak in English, isn't he?
প্রশ্ন 4. 'শব্দটি কেটে দাও'_Correct translation is;
উত্তরঃ Pen through the word
প্রশ্ন 5. Translate: ‘বালকদের মধ্যে একজন অন্ধ'
উত্তরঃ One of the boys is blind
প্রশ্ন 6. ’ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না
উত্তরঃ Riches do not last long
প্রশ্ন 7. ’চাঁদেও কলঙ্ক আছে’ - Translate it -
উত্তরঃ There are less to every wine
প্রশ্ন 8. " প্রথমে আমিই তোমাকে সাহায্য করেছিলাম”।
উত্তরঃ It was I who helped you first.
প্রশ্ন 9. Translation of "সে সাঁতার দিয়ে নদী পার হলো।”
উত্তরঃ He passed the river through swimming
প্রশ্ন 10. The translation of "মেয়েটি দেখতে তার মায়ের মত" is-
উত্তরঃ The girl takes after her mother
প্রশ্ন 11. ’তুমি বরং তাকে এখানে পাঠাও’ is----
উত্তরঃ You better send him here
প্রশ্ন 12. The translation of- ‌‌'আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্ট যাবে ?'
উত্তরঃ How do I get to the airport from here ?
প্রশ্ন 13. 'দুঃখের প্রয়োজনীয়তাও মধুর'
উত্তরঃ Sweet are the use of diversity.
প্রশ্ন 14. The correct translation of " মোটের উপর তারা সকলেই সুখী।" is-
উত্তরঃ on the whole, all of them are happy
প্রশ্ন 15. Which is the appropriate translation of “আমি তাকে অনেকদিন থেকে চিনি ।”
উত্তরঃ I knew him for a long time
প্রশ্ন 16. তুমি কী কখনো বিদেশে গিয়েছ?
উত্তরঃ Have you ever been to abroad?
প্রশ্ন 17. What is the correct translation of-’অন্যের দোষ ধরা সহজ’
উত্তরঃ It is easy to find fault with others.
প্রশ্ন 18. ‘সে কলেরায় মারা গেছে’
উত্তরঃ He died of cholera
প্রশ্ন 19. ”শরৎকালে গাছের পাতা ঘরে যায়”
উত্তরঃ A tree sheds its leaves in autumn
প্রশ্ন 20. কম্পিউটারটি এখন অকেজো। Which one is correct translation?
উত্তরঃ The computer is out of order now.
প্রশ্ন 21. Which is the best translation of ’তেল মাথায় তেল দেওয়া’
উত্তরঃ To carry coals to New Castle
প্রশ্ন 22. “আজ খুব ঠাণ্ডা, তাই কি?”-Translate in English.
উত্তরঃ It is very cold today, isn't it?
প্রশ্ন 23. Translate into English: বিপদ কখনও একা আসে না।
উত্তরঃ Misfortunes never come alone.
প্রশ্ন 24. Translate "মৃত্যুর সময় অসময় নেই।”
উত্তরঃ Death follows no timetable
প্রশ্ন 25. 'তার পেশা কী?' এ বাক্যটির ইংরেজি অনুবাদ হবে-
উত্তরঃ What is he?
প্রশ্ন 26. সে নিরবে কাঁদতে লাগলো – translate into English
উত্তরঃ He started weeping silently
প্রশ্ন 27. proper transection of “ এটি কিভাবে করতে হয় টা জানি “ is –
উত্তরঃ I know how to do it
প্রশ্ন 28. What is the correct translation of ”নদীটি খুবই গভীর”?
উত্তরঃ The river is very deep
প্রশ্ন 29. গত চারদিন যাবৎ সে জ্বরে ভুগছে-
উত্তরঃ He has been suffering from fever for the last four days
প্রশ্ন 30. Translate into English: বর্ষ ঋতু শুরু হয়েছে?
উত্তরঃ Rainy season has set in
প্রশ্ন 31. 'নাচতে না জাললে উঠোন বাঁকা- প্রবাদটির ইংরেজি অনুবাদ কী?
উত্তরঃ A bad workman quarrels with his tool.
প্রশ্ন 32. Translate into English: তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন।
উত্তরঃ He gave me a lot of advice
প্রশ্ন 33. Translate into English: কখন থেকে বৃষ্টি হচ্ছে?
উত্তরঃ Since when has it been raining?
প্রশ্ন 34. The correct English Translation of ”কারণ ছাড়াই তাাকে অব্যাহতি দেয়া হল” is :
উত্তরঃ He was dismissed without rhyme or reason
প্রশ্ন 35. ঝুঁকি সত্বও সে নদীতে ঝাঁপ দিল ’ is
উত্তরঃ She jumped into the river despite the risks.
প্রশ্ন 36. The correct bangla translation of 'He left no stone Unturned' is:
উত্তরঃ সে চেষ্টার ত্রুটি করেনি
প্রশ্ন 37. ‘অনাথ ছেলেটিকে কালেভদ্রে দেখা যায়' বাক্যটির সঠিক ইংরেজী অনুবাদ:
উত্তরঃ The orphan boy is seen once in a blue moon.
প্রশ্ন 38. The correct English translation of কালাে হলেও, সে সুন্দরী’ is :
উত্তরঃ Though beautiful, she is blackness
প্রশ্ন 39. ‘সাফল্যের কোন সহজ উপায় নেই’ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ:
উত্তরঃ There is no short cut to success
প্রশ্ন 40. The correct English translation of ‘চকচক করলেই সােনা হয় না' is
উত্তরঃ All that glitters is not gold
প্রশ্ন 41. ‘অনেক রাত অবধি আমি টেলিভিশন দেখি
উত্তরঃ I Watch TV until late night,
প্রশ্ন 42. The correct English translation of ”বিছানায় যেতে না যেতেই সে ঘুমিয়ে পড়ল” is :
উত্তরঃ No sooner had he gone to bed than he fell asleep
প্রশ্ন 43. 'অরণ্যে রোদন' বাগধারাটির ইংরেজি অনুবাদ :
উত্তরঃ cry in the wilderness
প্রশ্ন 44. The correct translation of “সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়, is
উত্তরঃ A stitch in time saves nine
প্রশ্ন 45. The correct translation of “অল্পবিদ্যা ভয়ঙ্করী" is_______.
উত্তরঃ A little learning is a dangerous thing
প্রশ্ন 46. The most appropriate English translation of ’রাতারাতিআমাদের ফল প্রত্যাশা করা ঠিক নয়' is
উত্তরঃ We shouldn't expect result overnight
প্রশ্ন 47. The translation of "কারো পৌষ মাস, কারো সর্বনাশ” is-
উত্তরঃ Nero fiddled while Rome was burning
প্রশ্ন 48. The translation of ”দেশ আমার, মাটি আমার” is-
উত্তরঃ This is my country, this is my soil
প্রশ্ন 49. English translation of 'সস্তার তিন অবস্থা’ is-
উত্তরঃ cheap is nasty
প্রশ্ন 50. English translation of 'কাঁটা দিয়ে কাঁটা তোলা’ is-
উত্তরঃ set a thief to catch a thief