যৌথ মূলধনী ব্যবসা


Questions And Answers


প্রশ্ন 1. যে বিনিয়োগকারী শুধুমাত্র লভ্যাংশ প্রাপ্তিকেই গুরুত্বপূর্ণ মনে করে, তার কাছে নিচের কোন শেয়ার উত্তম?
উত্তরঃ অগ্রাধিকার শেয়ার
প্রশ্ন 2. শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ নগদে না দিয়ে লভ্যাংশ হিসেবে শেয়ার বণ্টন করা হলে তাকে
উত্তরঃ বোনাস শেয়ার
প্রশ্ন 3. স্মারকলিপির কোন ধারার পরিবর্তনে সরকারের অনুমতি গ্রহণ করতে হয়?
উত্তরঃ নামধারা
প্রশ্ন 4. বিবরণপত্র প্রচারের পর কতদিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়?
উত্তরঃ ১৮০ দিন
প্রশ্ন 5. বাংলাদেশে প্রচলিত কোম্পানি আইনটি কত সালের?
উত্তরঃ ১৯৯৪
প্রশ্ন 6. কোম্পানি সংগঠনের সুবিধাগুলো হচ্ছে–
উত্তরঃ i. সীমাবদ্ধ দায় ii. সুদক্ষ পরিচালনা
প্রশ্ন 7. স্মারকলিপির বিষয়বস্তু হলো–
উত্তরঃ i. উদ্দেশ্য ধারা ii. নামধারা
প্রশ্ন 8. সীমিত দায় কোম্পানি কত প্রকার?
উত্তরঃ
প্রশ্ন 9. কোন ধরনের শেয়ারহোল্ডার কোম্পানির প্রকৃত মালিক?
উত্তরঃ সাধারণ
প্রশ্ন 10. প্রাইভেট লি. কোম্পানিতে ন্যূনতম পরিচালক সংখ্যা থাকে–
উত্তরঃ
প্রশ্ন 11. স্মারকলিপির ৪র্থ ধারা কোনটি?
উত্তরঃ মূলধন
প্রশ্ন 12. কোম্পানি সংগঠনের গঠনতন্ত্র কোনটি?
উত্তরঃ স্মারকলিপি
প্রশ্ন 13. উদ্যোগ গ্রহণ পর্যায়ে পাবলিক লি. কোম্পানিতে কমপক্ষে কতজন প্রবর্তক প্রয়োজন পড়ে?
উত্তরঃ
প্রশ্ন 14. কোনটি কৃত্রিম ব্যক্তিসত্তাবিশিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠান?
উত্তরঃ এস.এম.লি.
প্রশ্ন 15. স্মারকলিপির প্রথম ধারা কোনটি?
উত্তরঃ নাম ধারা
প্রশ্ন 16. রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে কোন কোম্পানি গঠিত হয়?
উত্তরঃ সংবিধিবদ্ধ
প্রশ্ন 17. কোন উৎস থেকে প্রাইভেট লি. কো. তহবিল সংগ্রহ করতে পারে না
উত্তরঃ শেয়ার বাজার
প্রশ্ন 18. কোন শেয়ারের মূল্য নগদে পরিশোধ করতে হয় না?
উত্তরঃ বোনাস শেয়ার
প্রশ্ন 19. কোন শেয়ারটি বন্টনের ক্ষেত্রে পুরাতন শেয়ারহোল্ডারদের অগ্রাধিকার দেওয়া হয়?
উত্তরঃ রাইট
প্রশ্ন 20. ব্যক্তি না হয়েও পৃথক সত্তার অধিকারী হলো
উত্তরঃ ii. উপলতা লি. iii. গোমতী প্রা. লি.
প্রশ্ন 21. কোম্পানির স্মারকলিপিতে কয়টি ধারা থাকে?
উত্তরঃ
প্রশ্ন 22. পাবলিক লি. কোম্পানির নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন–
উত্তরঃ ব্যবস্থাপনা পরিচালক
প্রশ্ন 23. কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনার দলিল কোনটি?
উত্তরঃ পরিমেল নিয়মাবলি
প্রশ্ন 24. কোন ব্যবসায় সংগঠনের সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে–
উত্তরঃ i. কোম্পানি ii. সমবায় সমিতি
প্রশ্ন 25. কোম্পানির যোগ্যতাসূচক শেয়ার ক্রয় কার জন্য বাধ্যতামূলক?
উত্তরঃ পরিচালক
প্রশ্ন 26. পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক কতজন?
উত্তরঃ
প্রশ্ন 27. পাবলিক লিমিটেড কোম্পানির সিলমোহর ব্যবহারের নিয়মাবলি কোনটির মধ্যে লিপিবদ্ধ থাকে?
উত্তরঃ পরিমেল নিয়মাবলি
প্রশ্ন 28. ঋণপত্র বিক্রয় অপেক্ষা শেয়ার বিক্রয় উত্তম, কারণ–
উত্তরঃ i. বিলোপের পূর্বে অর্থ ফেরত দিতে হয় না ii. মুনাফা না হলে কোনো সুদ দিতে হয় না
প্রশ্ন 29. কোম্পানি ব্যবসায়ে বিনিয়োগের জন্য কোন হিসাব খুলতে হবে?
উত্তরঃ বি. ও.