অধ্যায় ৩ "ঃ সংখ্যায়ন

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি (BCS) Preliminary Preparation 200 Marks গাণিতিক যুক্তি

সংখ্যায়ন

সংখ্যায়ন অধ্যায়টি আসলে পাটিগণিতের নির্দিষ্ট কোন অধ্যায় নয়।তবে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় জাতীয় / টি অংক প্রায় প্রতি পরীক্ষায়ই আসে।তাই জাতীয় অংক যাতে সরাসরি কমন পড়ে এবং সবগুলো কৌশলই যাতে আপনি রপ্ত করতে পারেন সেজন্যই অধ্যায়টি সংখ্যায়ন নাম দিয়ে আলাদাভাবে তুলে ধরেছি আপনাদের সামনে।আশা করছি অনেক উপকৃত হবেন অধ্যায়টির মাধ্যমে।

দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া থাকলে

সূত্র-: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া থাকলে, বড় সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
বড় সংখ্যাবর্গের অন্তর + ১২

সূত্র-: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া থাকলে, ছোট সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
ছোট সংখ্যাবর্গের অন্তর - ১২

 

. দুটি ক্রমিক পূর্ণ বর্গসংখ্যার বর্গের অন্তর ৯৩ হলে সংখ্যাদ্বয় কত[ উপজেলা মহিলা শিশুবিষয়ক কর্মকর্তা পরীক্ষা-২০০৭]

 

() ৪৬,৪৭

 () ৪৪,৪৫

 () ৪৩,৪৪

 () ৫০,৫১

উত্তরঃ () ৪৬,৪৭

 

Explanation:
শর্ট টেকনিক:
বড় সংখ্যা
বর্গের অন্তর + ১২
৯৩+ ১২
৯৪২
=
৪৭
ছোট সংখ্যা
বর্গের অন্তর - ১২
৯৩ - ১২
৯২২
=
৪৬
সুতরাং সংখ্যাদ্বয় যথাক্রমে ৪৬ ৪৭

 

. দুটি ক্রমিক পূর্ণ বর্গসংখ্যার বর্গের অন্তর ১৯৯, বড় সংখ্যাটি কত ? [২২তম বিসিএস]

 () ৭০

 () ৮০

 () ৯০

 () ১০০

উত্তরঃ () ১০০

Explanation:
শর্ট টেকনিক:
বড় সংখ্যা
বর্গের অন্তর + ১২
১৯৯+১২
২০০২
=
১০০

 

. দুটি ক্রমিক পূর্ণ র্বসংখ্যার বর্গের অন্তর যদি ৪৭ হয় তবে বড় সংখ্যাটি কত ? [জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক-২০০৯]

 () ২৪

 () ২৫

 () ২৬

 () ৩০

উত্তরঃ (ক) ২৪

Explanation:
শর্ট টেকনিক:
বড় সংখ্যা
= বর্গের অন্তর + ১২
= ৪৭+১২
= ৪৮২
= ২৪

. কোন দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর যদি ৪৭ হয় তবে সংখ্যা দুইটি কত? [ শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংখ্যা পরিবার কল্যাণ কর্মকর্তা পরীক্ষা-২০০৯]

 () ২৩ এবং ২৪

 () ২৪ এবং

 () ২২ এবং ২৩

 () ২১ এবং ২২

উত্তরঃ (ক) ২৩ এবং ২৪

Explanation:
শর্ট টেকনিক:
বড় সংখ্যা
= বর্গের অন্তর + ১২
= ৪৭+ ১২
= ৪৮২
= ২৪
ছোট সংখ্যা
= বর্গের অন্তর - ১২
= ৪৭ - ১২
= ৪৬২
= ২৩
সুতরাং সংখ্যাদ্বয় যথাক্রমে ২৩ ও ২৪ ।

 

.দুইটির ধারাবাহিক সংখ্যার বর্গের পার্থক্য ৩৩। ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (ভলগা)-২০১৫]

 () ১২

 () ১৫

 () ১৬

 () ১৮

উত্তরঃ (গ) ১৬

Explanation:
ক্ষুদ্রতম সংখ্যা
= বর্গের অন্তর - ১২
= ৩৩ - ১২
= ৩২২
= ১৬

. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৯১। সংখ্যা দুটি কি কি ? [প্রাথমিক সহকারী শিক্ষক(মুক্তিযোদ্ধা)-২০১০ ]

 () ৪৫,৪৬

 () ৪৬,৪৮

 () ৫৮,৪৫

 () ৪০,৫০

উত্তরঃ (ক) ৪৫,৪৬

Explanation:
শর্ট টেকনিক:
বড় সংখ্যা
= বর্গের অন্তর + ১২
= ৯১+ ১২
= ৯২২
= ৪৬
ছোট সংখ্যা
= বর্গের অন্তর - ১২
= ৯১ - ১২
= ৯০২
= ৪৫
সুতরাং সংখ্যাদ্বয় যথাক্রমে ৪৫ ও ৪৬ ।

যত বড়.....তত ছোট/ যত ছোট .... তত বড় উল্লেখ থাকলে

সূত্র-: যত বড়.....তত ছোট/ যত ছোট .... তত বড় উল্লেখ থাকলে, সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে--,

সংখ্যাটি = প্রদত্ত সংখ্যা দুটির যোগফল / 2

. একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট সংখ্যাটি কত ? [ ২২তম বিসিএস]

 () ৭৩০

 () ৭৩৫

 () ৮০০

 () ৭৮০

উত্তরঃ () ৭৩৫

Explanation:
নির্ণেয় সংখ্যাটি
১ম সংখ্যা+ ২য় সংখ্যা২
৬৫০+ ৮২০২
১৪৭০২
=
৭৩৫

. একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট ৭৯৭ থেকে তত বড়। সংখ্যাটি কত ? [ খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদশক -২০১১]

 () ৮৯৭

 () ৮৯৮

 () ৮৯৯

 () ৯০০

উত্তরঃ () ৮৯৮

Explanation:
নির্ণেয় সংখ্যাটি
১ম সংখ্যা+ ২য় সংখ্যা২
৯৯৯+ ৭৯৭২
১৭৯৬২
=
৮৯৮

. একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট সংখ্যাটি কত ? [বিএসটিই এর অফিস সহকারী-২০১১]

 () ৭৮২

 () ৭৯০

 () ৭৮০

 () ৭৮৬

উত্তরঃ () ৭৮৬

Explanation:
নির্ণেয় সংখ্যাটি
১ম সংখ্যা+ ২য় সংখ্যা২
৭৪২+ ৮৩০২
১৫৭২২
=
৭৮৬

. একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি, ৫৫ থেকে তত কম সংখ্যাটি কত ? [ আইন,বিচার সংসদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা -২০১২]

 () ৩৯

 () ৪১

 () ৪৩

 () ৪৫

উত্তরঃ () ৪৩

Explanation:
নির্ণেয় সংখ্যাটি
১ম সংখ্যা+ ২য় সংখ্যা২
৩১+ ৫৫২
৮৬২
=
৪৩

. একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট সংখ্যাটি কত ? [ ৩০ তম বিসিএস]

 () ৩৪০

 () ৩৪১

 () ৩৪২

 () ৩৪৪

উত্তরঃ () ৩৪১

Explanation:
নির্ণেয় সংখ্যাটি
১ম সংখ্যা+ ২য় সংখ্যা২
৩০১+ ৩৮১২
৬৮২২
=
৩৪১

. একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম, ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশি। সংখ্যাটি কত ? [থানা শিক্ষা কর্মকর্তা-২০১০]

 () ৪৫০

 () ৪৭০

 () ৫২০

 () ৫০০

 

উত্তরঃ () ৫২০

Explanation:
মনে করি.
সংখ্যাটি ৫৬০ থেকে একক কম এবং ৩৮০ থেকে সাড়ে তিন একক বেশী
তাই সাড়ে চার একক = ৫৬০- ৩৮০ = ১৮০
অতএব, এক একক = ৪০
সুতরাং সংখ্যাটি ৫৬০-৪০ = ৫২০
অথবা
এটা অপশন যাচাইয়ের মাধ্যমে সমাধান দ্রুত সহজ হবে।
অপশন অনুযায়ী ধরি,সংখ্যাটি ৫২০।
৫২০ সংখ্যাটি ৫৬০ থেকে ৪০ কম।কিন্তু ৫২০-৩৮০ = ১৪০।
এখানে ৪০ এর সাড়ে তিনগুণ হচ্ছে ১৪০।
অর্থাৎ ৫২০ সংখ্যাটি ৫৬০ থেকে যত কম, ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশি।

 

দুটি সংখ্যার গুণফল এবং একটি সংখ্যা দেওয়া থাকলে

সূত্র-: দুটি সংখ্যার গুণফল এবং একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-

অপর সংখ্যাটি = দুইটি সংখ্যার গুণফল / (ভাগ) একটি সংখ্যা

 

. দুটি সংখ্যার গুণফল ২৩০৪। একটি সংখ্যার গুণ ৯৬ হলে, অপর সংখ্যাটি কত ? [সাব রেজিঃ -২০০১]

 () ৯৪

 () ৯২

 () ৯৬

 () ৯৮

উত্তরঃ () ৯৬

Explanation:
শর্ট টেকনিক:
এখানে, একটি সংখ্যা হবে = ৯৬ ÷ = ২৪।যেহেতু সংখ্যাটির চারগুণ ৯৬।
অপর সংখ্যাটি = দুইটি সংখ্যার গুণফল ÷ একটি সংখ্যা = ২৩০৪ ÷ ২৪ = ৯৬

. ২টি সংখ্যার গুণফল .৮। একটি সংখ্যা .৭৫, অপর সংখ্যাটি কত ? [বিজেএস পরীক্ষা-২০০৬]

 () .২০

 () .

 () .

 () .

উত্তরঃ () .২০

Explanation:
শর্ট টেকনিক:
অপর সংখ্যাটি = দুইটি সংখ্যার গুণফল ÷ একটি সংখ্যা = . ÷ .৭৫ = .

সংখ্যা সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান

. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত ? [ ৬ষ্ঠ সহকারি জজ নিয়োগ পরীক্ষা-২০১১]

 () ২৪

 () ২০

 () ১৮

 () ১৬

উত্তরঃ () ১৮

 

Explanation:

ধরি, সংখ্যাটি = ‘

প্রশ্নমতে, ৩ক+২ক = ৯০

বা, ৫ক = ৯০

বা, = ৯০÷=১৮

সুতরাং সংখ্যাটি = ১৮

. একটি ঋণাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত ? [পরিদর্শক (জাতীয় রাজস্ব বোড) -২০১০]

 () ১১

 () ১০

 () ২০

 () ১৫

উত্তরঃ () ১০

Explanation:
ধরি, ঋণাত্মক সংখ্যাটি = -
প্রশ্নমতে, (-২ক) +১৫ = ৪১৫
বা , (২ক) = ৪১৫-১৫
বা, (২ক) = ৪০০
বা, (২ক) = (২০)
বা, ২ক = ২০
বা, = ১০
সুতরাং সংখ্যাটি = ১০

 

. দুটি সংখ্যার বর্গের সমষ্টি ৪১, সংখ্যা দুটির গুণফল ২০। সংখ্যা দুটির বর্গের বিয়োগফল কত ? [৭ম বেসরকরি প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১১]

 ()

 ()

 () ১১

 () ১৩

উত্তরঃ ()

Explanation:
মনে করি , সংখ্যা দুটি যথাক্রমে a b
প্রশ্নমতে, a2 + b2 = ৪১ আবার, ab = ২০
আমরা জানি, (a+b)2 = a2 + b2 + 2ab
বা, (a+b)2 = ৪১ + ×২০
বা, (a+b)2 = ৮১
বা, (a+b)2 = ()
বা, a+b =
আবার, (a-b)2 = a2 + b2 - 2ab
বা, (a-b)2 = ৪১ - ×২০
বা, (a-b)2 = ৪১ - ৪০
বা, (a-b)2 =
বা, a-b =
সুতরাং a2 - b2 = (a+b)(a-b)
বা, a2 - b2 = × =
অর্থাৎ সংখ্যা দুটির বর্গের বিয়োগফল =

মুখে মুখে সমাধান : এখানে৪২+৫২ = ৪১ আবার, × = ২০।
সুতরাং সংখ্যা দুটি হচ্ছে ৫।
তাই সংখ্যা দুটির বর্গের বিয়োগফল৫২ - ৪২= ৯।

. পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে,শেষ ৫টির যোগফল কত ? [ অর্থ মন্ত্রণালয়ের অডিটর পদে নিয়োগ পরীক্ষা-২০১১]

 () ৫৮০

 () ৫৮৫

 () ৫৭৫

 () ৫৭০

উত্তরঃ () ৫৮৫

Explanation:
মনে করি,
প্রথম সংখ্যাটি = x
প্রশ্নমতে , x+x+ +x+ +x+ +x+ = ৫৬০
বা, x+১০ = ৫৬০
বা, x = ৫৫০
বা, x = ১১০
.’.
শেষ টি সংখ্যার যোগফল
= x+
+x++x++x++x+
=
x+৩৫
= (
×১১০)+৩৫ [ x এর মান ১১০ বসিয়ে]
=
৫৮৫
অথবা
মুখে মুখে সমাধানএরকম থাকলে শেষ পদসংখ্যাকে বর্গ করে প্রথম যোগফলের সাথে যোগ করলেই শেষ সংখ্যা গুলোর যোগফল পাওযা যাবে।যেমন ৫২ = ২৫।
সুতরাং শেষ ৫টির যোগফল = ৫৬০+২৫ = ৫৮৫

. ৩টি সংখ্যার গুণফল ২১৬। দুইটি সংখ্যা এবং হলে, তৃতীয় সংখ্যাটি কত ? [সহকারী উপ-খাদ্য পরিদশক (বাতিল)পদে নিয়োগ পরীক্ষা-২০১১]

 ()

 ()

 ()

 (উত্তরঃ ()

Explanation:
৩টি সংখ্যার গুণফল ২১৬
দুইটি সংখ্যার গুণফল = × = ৭২
তৃতীয় সংখ্যাটি = ২১৬÷৭২ =

)

. ৩টি সংখ্যার গড় ৩৩। দুইটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত ? [ উপ-খাদ্য পরিদশক (বাতিল)পদে নিয়োগ পরীক্ষা-২০১১]

 () ১২

 () ২২

 () ৩২

 () ৩৩

উত্তরঃ () ৩৩

 

Explanation:

৩টি সংখ্যার গড় ৩৩

৩টি সংখ্যার সমষ্টি = ৩৩× = ৯৯

টি সংখ্যার সমষ্টি = ২৪+৪২ = ৬৬

অপর সংখ্যাটি = ৯৯-৬৬ = ৩৩

. একটি সংখ্যার বর্গমূলের সাথে যোগ করলে যোগফল ১৪ হয় সংখ্যাটি কত ? [সহকারী উপ-খাদ্য পরিদশক (বাতিল)পদে নিয়োগ পরীক্ষা-২০১১]

 ()

 () ২৫

 () ২২৫

 ()

উত্তরঃ (খ) ২৫

Explanation:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক+৯ = ১৪
বা,
ক= ১৪-৯ = ৫
বা, ক = ২৫ [ উভয়পক্ষকে বর্গ করে ]
সুতরাং সংখ্যাটি = ২৫