সংখ্যায়ন
“সংখ্যায়ন” অধ্যায়টি আসলে পাটিগণিতের নির্দিষ্ট কোন অধ্যায় নয়।তবে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় এ জাতীয় ২/১ টি অংক প্রায় প্রতি পরীক্ষায়ই আসে।তাই এ জাতীয় অংক যাতে সরাসরি কমন পড়ে এবং সবগুলো কৌশলই যাতে আপনি রপ্ত করতে পারেন সেজন্যই অধ্যায়টি সংখ্যায়ন নাম দিয়ে আলাদাভাবে তুলে ধরেছি আপনাদের সামনে।আশা করছি অনেক উপকৃত হবেন এ অধ্যায়টির মাধ্যমে।
সূত্র-১: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া থাকলে, বড় সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
বড় সংখ্যা = বর্গের অন্তর + ১২
সূত্র-২: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া থাকলে, ছোট সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
ছোট সংখ্যা = বর্গের অন্তর - ১২
(ক) ৪৬,৪৭
(খ) ৪৪,৪৫
(গ) ৪৩,৪৪
(ঘ) ৫০,৫১
উত্তরঃ (ক) ৪৬,৪৭
Explanation:
শর্ট টেকনিক:
বড় সংখ্যা
= বর্গের অন্তর + ১২
= ৯৩+ ১২
= ৯৪২
= ৪৭
ছোট সংখ্যা
= বর্গের অন্তর - ১২
= ৯৩ - ১২
= ৯২২
= ৪৬
সুতরাং সংখ্যাদ্বয় যথাক্রমে ৪৬ ও ৪৭ ।
২. দুটি ক্রমিক পূর্ণ বর্গসংখ্যার বর্গের অন্তর ১৯৯, বড় সংখ্যাটি কত ? [২২তম বিসিএস]
(ক) ৭০
(খ) ৮০
(গ) ৯০
(ঘ) ১০০
উত্তরঃ (ঘ) ১০০
Explanation:
শর্ট টেকনিক:
বড় সংখ্যা
= বর্গের অন্তর + ১২
= ১৯৯+১২
= ২০০২
= ১০০
৩. দুটি ক্রমিক পূর্ণ র্বসংখ্যার বর্গের অন্তর যদি ৪৭ হয় তবে বড় সংখ্যাটি কত ? [জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক-২০০৯]
(ক) ২৪
(খ) ২৫
(গ) ২৬
(ঘ) ৩০
উত্তরঃ (ক)
২৪
Explanation:
শর্ট টেকনিক:
বড় সংখ্যা
= বর্গের অন্তর + ১২
= ৪৭+১২
= ৪৮২
= ২৪
৪. কোন দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর যদি ৪৭ হয় তবে সংখ্যা দুইটি কত? [ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা পরীক্ষা-২০০৯]
(ক) ২৩ এবং ২৪
(খ) ২৪ এবং ২ ৫
(গ) ২২ এবং ২৩
(ঘ) ২১ এবং ২২
উত্তরঃ (ক)
২৩ এবং ২৪
Explanation:
শর্ট টেকনিক:
বড় সংখ্যা
= বর্গের অন্তর + ১২
= ৪৭+ ১২
= ৪৮২
= ২৪
ছোট সংখ্যা
= বর্গের অন্তর - ১২
= ৪৭ - ১২
= ৪৬২
= ২৩
সুতরাং সংখ্যাদ্বয় যথাক্রমে ২৩ ও ২৪ ।
৫.দুইটির ধারাবাহিক সংখ্যার বর্গের পার্থক্য ৩৩। ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (ভলগা)-২০১৫]
(ক) ১২
(খ) ১৫
(গ) ১৬
(ঘ) ১৮
উত্তরঃ (গ)
১৬
Explanation:
ক্ষুদ্রতম সংখ্যা
= বর্গের অন্তর - ১২
= ৩৩ - ১২
= ৩২২
= ১৬
৬. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৯১। সংখ্যা দুটি কি কি ? [প্রাথমিক সহকারী শিক্ষক(মুক্তিযোদ্ধা)-২০১০ ]
(ক) ৪৫,৪৬
(খ) ৪৬,৪৮
(গ) ৫৮,৪৫
(ঘ) ৪০,৫০
উত্তরঃ (ক)
৪৫,৪৬
Explanation:
শর্ট টেকনিক:
বড় সংখ্যা
= বর্গের অন্তর + ১২
= ৯১+ ১২
= ৯২২
= ৪৬
ছোট সংখ্যা
= বর্গের অন্তর - ১২
= ৯১ - ১২
= ৯০২
= ৪৫
সুতরাং সংখ্যাদ্বয় যথাক্রমে ৪৫ ও ৪৬ ।
যত বড়.....তত ছোট/ যত ছোট .... তত বড় উল্লেখ থাকলে
সূত্র-৩: যত বড়.....তত ছোট/ যত ছোট .... তত বড় উল্লেখ থাকলে, সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে--,
সংখ্যাটি = প্রদত্ত সংখ্যা দুটির যোগফল / 2
১. একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট । সংখ্যাটি কত ? [ ২২তম বিসিএস]
(ক) ৭৩০
(খ) ৭৩৫
(গ) ৮০০
(ঘ) ৭৮০
উত্তরঃ (খ) ৭৩৫
Explanation:
নির্ণেয় সংখ্যাটি
= ১ম সংখ্যা+ ২য় সংখ্যা২
= ৬৫০+ ৮২০২
= ১৪৭০২
= ৭৩৫
২. একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট ৭৯৭ থেকে তত বড়। সংখ্যাটি কত ? [ খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদশক -২০১১]
(ক) ৮৯৭
(খ) ৮৯৮
(গ) ৮৯৯
(ঘ) ৯০০
উত্তরঃ (খ) ৮৯৮
Explanation:
নির্ণেয় সংখ্যাটি
= ১ম সংখ্যা+ ২য় সংখ্যা২
= ৯৯৯+ ৭৯৭২
= ১৭৯৬২
= ৮৯৮
৩. একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট । সংখ্যাটি কত ? [বিএসটিই এর অফিস সহকারী-২০১১]
(ক) ৭৮২
(খ) ৭৯০
(গ) ৭৮০
(ঘ) ৭৮৬
উত্তরঃ (ঘ) ৭৮৬
Explanation:
নির্ণেয় সংখ্যাটি
= ১ম সংখ্যা+ ২য় সংখ্যা২
= ৭৪২+ ৮৩০২
= ১৫৭২২
= ৭৮৬
৪. একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি, ৫৫ থেকে তত কম । সংখ্যাটি কত ? [ আইন,বিচার ও সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা -২০১২]
(ক) ৩৯
(খ) ৪১
(গ) ৪৩
(ঘ) ৪৫
উত্তরঃ (গ) ৪৩
Explanation:
নির্ণেয় সংখ্যাটি
= ১ম সংখ্যা+ ২য় সংখ্যা২
= ৩১+ ৫৫২
= ৮৬২
= ৪৩
৫. একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত । ছোট সংখ্যাটি কত ? [ ৩০ তম বিসিএস]
(ক) ৩৪০
(খ) ৩৪১
(গ) ৩৪২
(ঘ) ৩৪৪
উত্তরঃ (খ) ৩৪১
Explanation:
নির্ণেয় সংখ্যাটি
= ১ম সংখ্যা+ ২য় সংখ্যা২
= ৩০১+ ৩৮১২
= ৬৮২২
= ৩৪১
৬. একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম, ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশি। সংখ্যাটি কত ? [থানা শিক্ষা কর্মকর্তা-২০১০]
(ক) ৪৫০
(খ) ৪৭০
(গ) ৫২০
(ঘ) ৫০০
উত্তরঃ (গ) ৫২০
Explanation:
মনে করি.
সংখ্যাটি ৫৬০ থেকে ১ একক কম এবং ৩৮০ থেকে সাড়ে তিন একক বেশী ।
তাই সাড়ে চার একক = ৫৬০- ৩৮০ = ১৮০
অতএব, এক একক = ৪০
সুতরাং সংখ্যাটি ৫৬০-৪০ = ৫২০
অথবা
এটা অপশন যাচাইয়ের মাধ্যমে সমাধান দ্রুত ও সহজ হবে।
অপশন অনুযায়ী ধরি,সংখ্যাটি ৫২০।
৫২০ সংখ্যাটি ৫৬০ থেকে ৪০ কম।কিন্তু ৫২০-৩৮০ = ১৪০।
এখানে ৪০ এর সাড়ে তিনগুণ হচ্ছে ১৪০।
অর্থাৎ ৫২০ সংখ্যাটি ৫৬০ থেকে যত কম, ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশি।
দুটি সংখ্যার গুণফল এবং একটি সংখ্যা দেওয়া থাকলে
সূত্র-৪: দুটি সংখ্যার গুণফল এবং একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
অপর সংখ্যাটি = দুইটি সংখ্যার গুণফল / (ভাগ) একটি সংখ্যা
১. দুটি সংখ্যার গুণফল ২৩০৪। একটি সংখ্যার ৪ গুণ ৯৬ হলে, অপর সংখ্যাটি কত ? [সাব রেজিঃ -২০০১]
(ক) ৯৪
(খ) ৯২
(গ) ৯৬
(ঘ) ৯৮
উত্তরঃ (গ) ৯৬
Explanation:
শর্ট টেকনিক:
এখানে, একটি সংখ্যা হবে = ৯৬ ÷ ৪ = ২৪।যেহেতু সংখ্যাটির চারগুণ ৯৬।
অপর সংখ্যাটি = দুইটি সংখ্যার গুণফল ÷ একটি সংখ্যা = ২৩০৪ ÷ ২৪ = ৯৬ ।
২. ২টি সংখ্যার গুণফল ৮.৮। একটি সংখ্যা ২.৭৫, অপর সংখ্যাটি কত ? [বিজেএস পরীক্ষা-২০০৬]
(ক) ৩.২০
(খ) ৩.৮
(গ) ৪.২
(ঘ) ৪.৮
উত্তরঃ (ক) ৩.২০
Explanation:
শর্ট টেকনিক:
অপর সংখ্যাটি = দুইটি সংখ্যার গুণফল ÷ একটি সংখ্যা = ৮.৮ ÷ ২.৭৫ = ৩.২ ।
সংখ্যা সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান
১. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত ? [ ৬ষ্ঠ সহকারি জজ নিয়োগ পরীক্ষা-২০১১]
(ক) ২৪
(খ) ২০
(গ) ১৮
(ঘ) ১৬
উত্তরঃ (গ) ১৮
Explanation:
ধরি, সংখ্যাটি = ‘ক’
প্রশ্নমতে, ৩ক+২ক = ৯০
বা, ৫ক = ৯০
বা,ক = ৯০÷৫=১৮
সুতরাং সংখ্যাটি = ১৮
২. একটি ঋণাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত ? [পরিদর্শক (জাতীয় রাজস্ব বোড) -২০১০]
(ক) ১১
(খ) ১০
(গ) ২০
(ঘ) ১৫
উত্তরঃ (খ) ১০
Explanation:
ধরি, ঋণাত্মক সংখ্যাটি = -ক
প্রশ্নমতে, (-২ক)২ +১৫ = ৪১৫
বা , (২ক)২ = ৪১৫-১৫
বা, (২ক)২ = ৪০০
বা, (২ক)২ = (২০)২
বা, ২ক = ২০
বা,ক = ১০
সুতরাং সংখ্যাটি = ১০
৩. দু’টি সংখ্যার বর্গের সমষ্টি ৪১, সংখ্যা দু’টির গুণফল ২০। সংখ্যা দু’টির বর্গের বিয়োগফল কত ? [৭ম বেসরকরি প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১১]
(ক) ৭
(খ) ৯
(গ) ১১
(ঘ) ১৩
উত্তরঃ (খ) ৯
Explanation:
মনে করি , সংখ্যা দুটি যথাক্রমে a ও b ।
প্রশ্নমতে, a2 + b2 = ৪১ আবার, ab = ২০
আমরা জানি, (a+b)2 = a2 + b2 +
2ab
বা, (a+b)2 = ৪১ + ২×২০
বা, (a+b)2 = ৮১
বা, (a+b)2 = (৯)২
বা, a+b = ৯
আবার, (a-b)2 = a2 + b2 -
2ab
বা, (a-b)2 = ৪১ - ২×২০
বা, (a-b)2 = ৪১ - ৪০
বা, (a-b)2 = ১
বা, a-b = ১
সুতরাং a2 - b2 =
(a+b)(a-b)
বা, a2 - b2 = ৯×১ = ৯
অর্থাৎ সংখ্যা দু’টির বর্গের বিয়োগফল = ৯
মুখে মুখে সমাধান : এখানে, ৪২+৫২ = ৪১ আবার, ৪×৫ = ২০।
সুতরাং সংখ্যা দু’টি হচ্ছে ৪ ও ৫।
তাই সংখ্যা দু’টির বর্গের বিয়োগফল = ৫২ - ৪২= ৯।
৪. পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে,শেষ ৫টির যোগফল কত ? [ অর্থ মন্ত্রণালয়ের অডিটর পদে নিয়োগ পরীক্ষা-২০১১]
(ক) ৫৮০
(খ) ৫৮৫
(গ) ৫৭৫
(ঘ) ৫৭০
উত্তরঃ (খ) ৫৮৫
Explanation:
মনে করি,
প্রথম সংখ্যাটি = x
প্রশ্নমতে , x+x+ ১+x+ ২+x+ ৩+x+ ৪ = ৫৬০
বা, ৫x+১০ = ৫৬০
বা, ৫x = ৫৫০
বা, x = ১১০
.’. শেষ ৫ টি সংখ্যার যোগফল
= x+৫+x+৬+x+৭+x+৮+x+৯
= ৫x+৩৫
= (৫×১১০)+৩৫ [ x এর মান ১১০ বসিয়ে]
= ৫৮৫
অথবা
মুখে মুখে সমাধান: এরকম থাকলে শেষ পদসংখ্যাকে বর্গ করে প্রথম যোগফলের সাথে যোগ করলেই শেষ সংখ্যা গুলোর যোগফল পাওযা যাবে।যেমন ৫২ = ২৫।
সুতরাং শেষ ৫টির যোগফল = ৫৬০+২৫ = ৫৮৫
৫. ৩টি সংখ্যার গুণফল ২১৬। দুইটি সংখ্যা ৮ এবং ৯ হলে, তৃতীয় সংখ্যাটি কত ? [সহকারী উপ-খাদ্য পরিদশক (বাতিল)পদে নিয়োগ পরীক্ষা-২০১১]
(ক) ৩
(খ) ৭
(গ) ৫
(উত্তরঃ (ক) ৩
Explanation:
৩টি সংখ্যার গুণফল ২১৬
দুইটি সংখ্যার গুণফল = ৮×৯ = ৭২
তৃতীয় সংখ্যাটি = ২১৬÷৭২ = ৩
ঘ) ৬
৬. ৩টি সংখ্যার গড় ৩৩। দুইটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত ? [ উপ-খাদ্য পরিদশক (বাতিল)পদে নিয়োগ পরীক্ষা-২০১১]
(ক) ১২
(খ) ২২
(গ) ৩২
(ঘ) ৩৩
উত্তরঃ (ঘ) ৩৩
Explanation:
৩টি সংখ্যার গড় ৩৩
৩টি সংখ্যার সমষ্টি = ৩৩×৩ = ৯৯
২ টি সংখ্যার সমষ্টি = ২৪+৪২ = ৬৬
অপর সংখ্যাটি = ৯৯-৬৬ = ৩৩
৭. একটি সংখ্যার বর্গমূলের সাথে ৯ যোগ করলে যোগফল ১৪ হয় সংখ্যাটি কত ? [সহকারী উপ-খাদ্য পরিদশক (বাতিল)পদে নিয়োগ পরীক্ষা-২০১১]
(ক) ৪
(খ) ২৫
(গ) ২২৫
(ঘ) ৫
উত্তরঃ (খ)
২৫
Explanation:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,√ক+৯ = ১৪
বা, √ক=
১৪-৯ = ৫
বা, ক = ২৫ [ উভয়পক্ষকে বর্গ করে ]
সুতরাং সংখ্যাটি = ২৫